Homeরাজ্যউঃ ২৪ পরগনাসপ্তাহখানেক আগে দেখাশোনা করে বিয়ে, শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

সপ্তাহখানেক আগে দেখাশোনা করে বিয়ে, শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

প্রকাশিত

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় শ্বশুরের বিরুদ্ধে এক তরুণী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বাড়িতে একা থাকার সময় নানা অছিলায় তাঁকে স্পর্শ করতেন অভিযুক্ত। একাধিক বার ধর্ষণও করেন বলে অভিযোগ।

অভিযোগে নির্যাতিতা বলেছেন, বিয়ের মাত্র দুই দিন পর থেকেই শ্বশুরের অত্যাচার শুরু হয় এবং ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করা হয়। প্রতিবাদ করলে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগকারিণীর দাবি।

তরুণীর দাবি, এ ধরনের ঘটনার কথা জানার পরেও স্বামী এ বিষয়ে সম্পূর্ণ নির্বিকার ছিলেন, উল্টে তিনিও না কি স্ত্রীকে মারধর করতেন। যা তরুণীকে আরও হতাশ করে। তিনি বলেন, ‘‘স্বামীকে বলতে গেলে আমায় বলত, বাবা যা বলছে তা শুনতে হবে। বেশি কিছু বললে আমাকে মারধর করা হত।’’

অভিযোগকারিণীর পরিবার এই ঘটনার পর যথারীতি হতবাক। তাঁরা জানিয়েছেন, বাড়ি থেকে দেখাশোনা করেই মেয়ের বিয়ে দিয়েছিলেন মাত্র সাত দিন আগে।

রবিবার রাতে ওই তরুণী তাঁর শ্বশুরের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার অভিযোগ পেয়েই তাঁর শ্বশুরবাড়িতে হানা দেয় পুলিশ। অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার বারাসত আদালতে অভিযুক্তকে তোলার কথা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হবে। অন্য দিকে, অভিযুক্ত ব্যক্তি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।

২৫ বৈশাখে নাট্যজন হরিমাধব মুখোপাধ্যায়কে স্মরণ করল ‘বালার্ক’

সাধারণভাবে ২৫ বৈশাখে রবীন্দ্রনাথকে ‘ঠাকুর’ হিসেবে পূজা করার প্রবণতা দেখা যায়, কিন্তু বালার্ক গত কয়েক বছর ধরে কবির আদর্শ ও শিক্ষাচিন্তাকে পাথেয় করে ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রজয়ন্তী পালন করে আসছে।

বসিরহাটে উপনির্বাচন না হওয়ায় হাইকোর্টে জনস্বার্থ মামলা, নির্বাচন কমিশনকে পদক্ষেপের আর্জি

বসিরহাট লোকসভা কেন্দ্রে ছয় মাসের বেশি সময় ধরে সাংসদ না থাকায় উপনির্বাচনের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে