Homeরাজ্যউঃ ২৪ পরগনাবারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

শনিবার সন্ধ্যা। ঘড়িতে তখন সাতটা পেরিয়েছে। হঠাৎই আগুন লেগে যায় বারাসতের বামুনমুড়া কদম্বগাছি এলাকার একটি কারখানায়। মুহূর্তে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, শোনা যায় একের পর এক বিস্ফোরণের শব্দ। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভিতরে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে বলে অনুমান। তবে এখনও পর্যন্ত এই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, দমকলের ১৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে, তবুও ঘণ্টার পর ঘণ্টা ধরে আগুন নেভানো সম্ভব হয়নি।

 দমকলকর্মীর অসুস্থতা, স্থানীয়দের ক্ষোভ

অগ্নিনির্বাপণে নেমে এক জন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন, তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আপাতত সুস্থ।
স্থানীয়দের অভিযোগ, দমকলে সময়ে খবর দিলেও তারা দেরিতে পৌঁছয়, যার জেরে আগুন আরও ভয়াবহ রূপ নেয়।

তাঁদের আরও দাবি, শুধু কারখানা নয়, পাশে থাকা গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে এবং অনেক মালপত্র পুড়ে যায়। সেখানে রঙের কারখানা ছাড়াও আরও এসি সহ কয়েকটি অন্যান্য পণ্যের গোডাউন রয়েছে বলে খবর।

কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না?

ঘটনাস্থলে রাত ১১টা নাগাদ পৌঁছন দমকলের ডিজি। তিনি বলেন, “আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা এখন আর নেই। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।”

তাঁর কথায়, প্রাথমিক তদন্তে কারখানায় কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলেই ধারণা। যদিও তিনি স্পষ্ট করেছেন, “সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। আগুন নেভানোই আমাদের প্রথম লক্ষ্য, পরে তদন্ত করে দেখা হবে।”

ঘটনাস্থলে পৌঁছেছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি দমকল এবং প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

 উঠছে আরও প্রশ্ন

কারখানার লাইসেন্স, অগ্নিনির্বাপক নীতি মানা হয়েছিল কি না, সিলিন্ডার বা দাহ্য পদার্থ ঠিকভাবে সংরক্ষিত ছিল কি না—এই সমস্ত দিক এখন প্রশাসনের তদন্তের বিষয়।

স্থানীয় বাসিন্দাদের অনেকে প্রশ্ন তুলছেন, “এমন বিপজ্জনক বস্তু থাকা সত্ত্বেও কেন আগেই ব্যবস্থা নেওয়া হয়নি?”
এবং প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।

যদিও বড় কোনও প্রাণহানির খবর মেলেনি এখনও পর্যন্ত, কিন্তু একটি বিস্ফোরকভর্তি কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থার ঘাটতি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বারাসতের এই ঘটনা।

সাম্প্রতিকতম

মহামারীর আকার নিচ্ছে স্থুলতা, সিঙ্গারা, কচুরিতে কতো তেল— জানিয়ে সরকারি দফতরে বোর্ড লাগাতে পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের

ভারতে বাড়ছে স্থূলতা ও অসংক্রামক রোগ। তা রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ—সব সরকারি অফিসে বসুক ‘অয়েল অ্যান্ড সুগার বোর্ড’, ছাপা হোক স্বাস্থ্য-বার্তা। উদ্যোগের মূল লক্ষ্য সচেতনতা এবং সুস্থ জীবনযাপন।

‘যোগ্যতা বদল করে ছক ভাঙছে SSC’, হাইকোর্টে অভিযোগ বঞ্চিতদের—শুনানি শেষ, রায় আপাতত স্থগিত

এসএসসি-র নতুন নিয়োগপ্রক্রিয়া নিয়ে কলকাতা হাই কোর্টে ডিভিশন বেঞ্চে শুনানি শেষ। রায় স্থগিত। রাজ্য ও এসএসসি-র দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ, পাল্টা অভিযোগ বঞ্চিত চাকরিপ্রার্থীদের।

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।

২৫ বৈশাখে নাট্যজন হরিমাধব মুখোপাধ্যায়কে স্মরণ করল ‘বালার্ক’

সাধারণভাবে ২৫ বৈশাখে রবীন্দ্রনাথকে ‘ঠাকুর’ হিসেবে পূজা করার প্রবণতা দেখা যায়, কিন্তু বালার্ক গত কয়েক বছর ধরে কবির আদর্শ ও শিক্ষাচিন্তাকে পাথেয় করে ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রজয়ন্তী পালন করে আসছে।

বসিরহাটে উপনির্বাচন না হওয়ায় হাইকোর্টে জনস্বার্থ মামলা, নির্বাচন কমিশনকে পদক্ষেপের আর্জি

বসিরহাট লোকসভা কেন্দ্রে ছয় মাসের বেশি সময় ধরে সাংসদ না থাকায় উপনির্বাচনের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের।