Homeরাজ্যউঃ ২৪ পরগনাভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার 'মূল' অভিযুক্ত

ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ‘মূল’ অভিযুক্ত

প্রকাশিত

ব্যারাকপুর: ভাটপাড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ‘মূল’ অভিযুক্ত সুজল প্রসাদকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পাঁচ দিন পর গ্রেফতার মূল অভিযুক্ত। জগদ্দল এলাকার বারুইপাড়ায় গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় তাঁকে পাকড়াও করা হয়। তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউয়ের খুনের ঘটনার তদন্তে বড়সড় কিনারা করল পুলিশ।

গত ১৩ নভেম্বর, নৈহাটির উপনির্বাচনের দিন সকালে ভাটপাড়ার এক চায়ের দোকানে অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাশাপাশি চলে বোমাবাজি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অশোক সাউয়ের। এই ঘটনায় প্রথমে কওসর আলি নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার সূত্র ধরে ধরা পড়ে সুজল পাসোয়ান। কিন্তু মূল অভিযুক্ত সুজল প্রসাদ তখনও পলাতক ছিল।

বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার তথ্য অনুযায়ী, ধৃত সুজল প্রসাদ তার ভাই আকাশ প্রসাদের খুনের প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটায়। আকাশকে ২০২০ সালে একই এলাকায় খুন করা হয়েছিল। সেই ঘটনার বদলা নিতে সুজল চার বছর ধরে নিখুঁত পরিকল্পনা করে।

খুনের ঘটনার পর থেকে সুজল পাশের এলাকাগুলিতে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তার অবস্থানের খবর পায়। এরপর সোমবার বারুইপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার জানিয়েছেন, সুজলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ ছিল। বিহারে গা ঢাকা দেওয়ার পর তাঁকে সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছিল। সেই সময় একটি মামলায় জামিনে মুক্ত ছিল সুজল।

এই ঘটনায় সুজলের গ্রেফতারির পর ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। পুলিশ আরও পাঁচজনকে চিহ্নিত করেছে এবং তদন্ত চলছে। তাদের মতে, এই হত্যাকাণ্ডে আরও কিছু ব্যক্তি জড়িত থাকতে পারে।

প্রসঙ্গত, বিজেপি নেতা অর্জুন সিং প্রথম থেকেই অভিযোগ করছিলেন, ২০২১ সালের একটি খুনের মামলার বদলা নিতেই এই খুন। অশোক সাউ সেই খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিল।

সাম্প্রতিকতম

মাঝরাতে নারকেলডাঙার বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন, বহু মানুষ নিরাশ্রয়

কলকাতা: আবার আগুন মহানগরীর বুকে। এ বার নারকেলডাঙার বস্তিতে। শনিবার রাতে খালপাড়ের বস্তিতে আচমকা...

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের কাছে হেরে আশাভঙ্গ ইস্টবেঙ্গলের, হায়দরাবাদের কাছে হেরে হ্যাটট্রিক মহমেডানের  

চেন্নাইয়িন এফসি: ৩ (নিশু কুমার, উইলমার জোর্দান গিল, ড্যানিয়েল চিমা চুকু) ইস্টবেঙ্গল এফসি:...

সুন্দরবনের ‘মিনি সুন্দরবন’ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, পর্যটকদের কাছে নতুন আকর্ষণ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: এ বছর সুন্দরবনের 'মিনি সুন্দরবন'-এ ভিড় ব্যাপকভাবে বেড়ে গেছে। নতুন পর্যটন...

দিল্লিতে কেজরিওয়ালের ভরাডুবি, বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়ে নয়া সমীকরণ

দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের চমকে দেওয়া হার শুধু আম আদমি পার্টির (আপ) জন্যই...

আরও পড়ুন

চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার

বাংলাদেশি আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে পৌঁছেছেন। পরিবারের নিরাপত্তার আশঙ্কা ও তার লড়াইয়ের বিষয়ে বিস্তারিত জানুন।

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ঢাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেলঘরিয়ার যুবক, রক্তাক্ত অবস্থায় দেশে প্রত্যাবর্তন

বাংলাদেশে বেড়াতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বেলঘরিয়ার যুবক সায়ন ঘোষ। মোবাইল ও টাকা লুট, চিকিৎসায় হয়রানি— দেশে ফিরে পুলিশের কাছে অভিযোগ।

রিকশাচালকের সততায় রাস্তায় হারানো ১৫ লক্ষ টাকার চেক ফিরল মালিকের হাতে

বাগুইআটির রিকশাচালক নুর আলি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। রাস্তায় পড়ে থাকা ১৫ লক্ষ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে