তাঁদেরও রক্তের প্রয়োজন পড়তে পারে। তাই দৃষ্টিহীন চার যুবক শিবিরে রক্তদান করে দেখিয়ে দিলেন তারা সমাজের কোনও অংশের মানুষের থেকে পিছিয়ে নেই।
রবিবার বBonhooghly Yubak Sangha র ১৪তম রক্তদান উৎসবের সূচনা হয়। সূচনা লগ্নেই তাঁরা এগিয়ে এসে রক্তদান করেন। সংঘের সম্পাদক শঙ্কর রাউথ তাদের এই সাহসিকতা ও উদারতার জন্য বিশেষ ভাবে সংবর্ধিত করেন।
এক দৃষ্টিহীন রক্তদাতার কথায়, “আমাদের মনে হয়েছে আর পাঁচ মানুষের মতো আমাদের রক্ত দেওয়া উচিত। কারণ আমাদের তো রক্তের প্রয়োজন হতে পারে। তাই আমরা শিবিরে এসে রক্ত দিলাম।”
এ দিন উৎসবের মেজাজে মোট ২৪৪২ জন রক্তদান করেন। অনুষ্ঠানে এলাকার সাংসদ সৌগত রায় এবং বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় – সহ জন-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই রক্তদান উৎসবটি এলাকার মানুষের মধ্যে একটি উৎসবের পরিবেশ সৃষ্টি করে। সংস্থার উদ্যোগে এমন একটি অনুষ্ঠান আয়োজন, সমাজের বিভিন্ন অংশের মানুষকে একত্রিত করে। চার দৃষ্টিহীন যুবকের উদাহরণ সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছানোর উদ্দেশ্য পূর্ণ করেছে।