Homeরাজ্যউঃ ২৪ পরগনাপিছিয়ে নেই ওরাও, রক্তদান শিবিরে এসে রক্ত দিলেন চার দৃষ্টিহীন যুবক 

পিছিয়ে নেই ওরাও, রক্তদান শিবিরে এসে রক্ত দিলেন চার দৃষ্টিহীন যুবক 

প্রকাশিত

তাঁদেরও রক্তের প্রয়োজন পড়তে পারে। তাই দৃষ্টিহীন চার যুবক শিবিরে রক্তদান করে দেখিয়ে দিলেন তারা সমাজের কোনও অংশের মানুষের থেকে পিছিয়ে নেই।

রবিবার বBonhooghly Yubak Sangha র ১৪তম রক্তদান উৎসবের সূচনা হয়। সূচনা লগ্নেই তাঁরা এগিয়ে এসে রক্তদান করেন। সংঘের সম্পাদক শঙ্কর রাউথ তাদের এই সাহসিকতা ও উদারতার জন্য বিশেষ ভাবে সংবর্ধিত করেন।

এক দৃষ্টিহীন রক্তদাতার কথায়, “আমাদের মনে হয়েছে আর পাঁচ মানুষের মতো আমাদের রক্ত দেওয়া উচিত। কারণ আমাদের তো রক্তের প্রয়োজন হতে পারে। তাই আমরা শিবিরে এসে রক্ত দিলাম।”

এ দিন উৎসবের মেজাজে মোট ২৪৪২ জন রক্তদান করেন। অনুষ্ঠানে এলাকার সাংসদ সৌগত রায় এবং বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় – সহ জন-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই রক্তদান উৎসবটি এলাকার মানুষের মধ্যে একটি উৎসবের পরিবেশ সৃষ্টি করে। সংস্থার উদ্যোগে এমন একটি অনুষ্ঠান আয়োজন, সমাজের বিভিন্ন অংশের মানুষকে একত্রিত করে। চার দৃষ্টিহীন যুবকের উদাহরণ সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছানোর উদ্দেশ্য পূর্ণ করেছে।

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার

আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে শিক্ষারত্ন ফেরালেন শিক্ষক দীপক মজুমদার। ২০১৩ সালে প্রাপ্ত শিক্ষারত্ন সম্মান ফিরিয়ে দিয়ে এই পদক্ষেপের মাধ্যমে গভীর প্রতিবাদ জানালেন তিনি।

দলেরই প্রভাবশালী লোকের জামিনের ব্যবস্থা করে দিতে হুমকি-ফোন সৌগত রায়কে  

কলকাতা: ফোনে খুনের হুমকি পেলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দলেরই প্রভাবশালী সদস্য ধৃত জয়ন্ত...

ছোঁয়াচে হয়েছে গণপিটুনি, বৌবাজারের পর এবার সল্টলেকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন, ধৃত ৩

শনিবার সকালে প্রসেন মণ্ডলকে গুরুতর জখম অবস্থায় সল্টলেকের করুণাময়ী এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?