Homeরাজ্যউঃ ২৪ পরগনাআরজি কর-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনার বিরুদ্ধে রাজ্যজুড়ে যখন প্রতিবাদের ঝড় উঠেছে, সেই সময় শিক্ষারত্ন ফেরানোর সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদে শামিল হলেন বিশিষ্ট শিক্ষক দীপক মজুমদার। ২০১৩ সালে শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন উত্তর ২৪ পরগনার রামশঙ্করপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দীপক মজুমদার। মঙ্গলবার, শিক্ষক দিবসে তিনি নিজের পুরস্কারটি বিকাশ ভবনে গিয়ে ফিরিয়ে দেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি আরজি করের নির্যাতিতার প্রতি নিজের সংহতি ও প্রতিবাদ জানিয়েছেন।

দীপক মজুমদার বলেন, “এই লজ্জাজনক ঘটনার প্রতিবাদ জানাতেই আমি শিক্ষারত্ন ফিরিয়ে দিচ্ছি। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা আমাদের সকলের জন্য ঘৃণার বিষয়। এই সরকারের কোনও দফতর সঠিকভাবে কাজ করছে না, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তিনি আরও বলেন, “আমি আর এই পুরস্কারের ভার বইতে চাই না। তিলোত্তমার ওপর যেভাবে পাশবিক অত্যাচার ও হত্যা হয়েছে, তার প্রতিবাদ জানাতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”

ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত দীপক মজুমদার ১৯৭১ সাল থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছেন। তিনি ছাত্র পরিষদে কাজ করেছেন এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাম আমলে এবং বর্তমান সরকারের আগমনে দীপকবাবুর সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের অনেক প্রত্যাশা ছিল বর্তমান সরকারের কাছে, কিন্তু তা পূরণ হয়নি। মানুষ গর্জে উঠেছে, এই প্রতিবাদের গর্জন সর্বত্র পৌঁছে গেছে।”

আরজি কর মামলার শুনানি ৯ সেপ্টেম্বর, শীর্ষ আদালতের নতুন তারিখ ঘোষণা

দীপক মজুমদারের শিক্ষারত্ন ফেরানোর এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। আরজি কর ঘটনার পর থেকে প্রতিবাদের ঢেউ উঠছে, এবং দীপকবাবুর এই প্রতিবাদ সেই আন্দোলনের একটি প্রতীকী পদক্ষেপ বলে দাবি করেছে তিনি।

সাম্প্রতিকতম

পছন্দের সেলেবকণ্ঠে এবার চ্যাটবট Meta AI কথাও বলবে, নয়া ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

বেশ কয়েক মাস হল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে (WhatsApp) ব্যবহারকারীরা চ্যাটবট ‘মেটা এআই’-এর (Meta...

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

আরও পড়ুন

দলেরই প্রভাবশালী লোকের জামিনের ব্যবস্থা করে দিতে হুমকি-ফোন সৌগত রায়কে  

কলকাতা: ফোনে খুনের হুমকি পেলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দলেরই প্রভাবশালী সদস্য ধৃত জয়ন্ত...

পিছিয়ে নেই ওরাও, রক্তদান শিবিরে এসে রক্ত দিলেন চার দৃষ্টিহীন যুবক 

রক্তদান শিবিরে এসে রক্ত দিলেন চার দৃষ্টিহীন যুবক। রবিবার বনহুগলী যুবক সংঘের ১৪তম রক্তদান উৎসবের সূচনা হয়। সূচনা লগ্নেই তাঁরা এগিয়ে এসে রক্তদান করেন।

ছোঁয়াচে হয়েছে গণপিটুনি, বৌবাজারের পর এবার সল্টলেকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন, ধৃত ৩

শনিবার সকালে প্রসেন মণ্ডলকে গুরুতর জখম অবস্থায় সল্টলেকের করুণাময়ী এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?