Homeরাজ্যউঃ ২৪ পরগনাআরজি কর-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনার বিরুদ্ধে রাজ্যজুড়ে যখন প্রতিবাদের ঝড় উঠেছে, সেই সময় শিক্ষারত্ন ফেরানোর সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদে শামিল হলেন বিশিষ্ট শিক্ষক দীপক মজুমদার। ২০১৩ সালে শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন উত্তর ২৪ পরগনার রামশঙ্করপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দীপক মজুমদার। মঙ্গলবার, শিক্ষক দিবসে তিনি নিজের পুরস্কারটি বিকাশ ভবনে গিয়ে ফিরিয়ে দেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি আরজি করের নির্যাতিতার প্রতি নিজের সংহতি ও প্রতিবাদ জানিয়েছেন।

দীপক মজুমদার বলেন, “এই লজ্জাজনক ঘটনার প্রতিবাদ জানাতেই আমি শিক্ষারত্ন ফিরিয়ে দিচ্ছি। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা আমাদের সকলের জন্য ঘৃণার বিষয়। এই সরকারের কোনও দফতর সঠিকভাবে কাজ করছে না, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তিনি আরও বলেন, “আমি আর এই পুরস্কারের ভার বইতে চাই না। তিলোত্তমার ওপর যেভাবে পাশবিক অত্যাচার ও হত্যা হয়েছে, তার প্রতিবাদ জানাতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”

ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত দীপক মজুমদার ১৯৭১ সাল থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছেন। তিনি ছাত্র পরিষদে কাজ করেছেন এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাম আমলে এবং বর্তমান সরকারের আগমনে দীপকবাবুর সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের অনেক প্রত্যাশা ছিল বর্তমান সরকারের কাছে, কিন্তু তা পূরণ হয়নি। মানুষ গর্জে উঠেছে, এই প্রতিবাদের গর্জন সর্বত্র পৌঁছে গেছে।”

আরজি কর মামলার শুনানি ৯ সেপ্টেম্বর, শীর্ষ আদালতের নতুন তারিখ ঘোষণা

দীপক মজুমদারের শিক্ষারত্ন ফেরানোর এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। আরজি কর ঘটনার পর থেকে প্রতিবাদের ঢেউ উঠছে, এবং দীপকবাবুর এই প্রতিবাদ সেই আন্দোলনের একটি প্রতীকী পদক্ষেপ বলে দাবি করেছে তিনি।

সাম্প্রতিকতম

ইরান-আমেরিকা যুদ্ধ কি লাগছে? ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন আসার আগে কী বলল তেহেরান?

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা জড়ালে ছড়াবে পূর্ণাঙ্গ যুদ্ধ।

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হল রাজ্যে কলেজ ভর্তির প্রক্রিয়া। এআই-ভিত্তিক চ্যাট বট ‘বীণা’-র সহায়তায় প্রথম দিনেই আবেদন করলেন ৩৩৮২ জন।

কালোজাম খাচ্ছেন নিয়মিত? বেশি খেলেই বিপদ! কোন খাবারের সঙ্গে একেবারেই নয়

পুষ্টিগুণে ভরপুর কালোজাম রক্তস্বল্পতা ও ডায়াবেটিসে উপকারী হলেও, অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ। জেনে নিন কোন কোন খাবারের সঙ্গে একে একসঙ্গে খাওয়া বিপজ্জনক।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

আরও পড়ুন

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।

২৫ বৈশাখে নাট্যজন হরিমাধব মুখোপাধ্যায়কে স্মরণ করল ‘বালার্ক’

সাধারণভাবে ২৫ বৈশাখে রবীন্দ্রনাথকে ‘ঠাকুর’ হিসেবে পূজা করার প্রবণতা দেখা যায়, কিন্তু বালার্ক গত কয়েক বছর ধরে কবির আদর্শ ও শিক্ষাচিন্তাকে পাথেয় করে ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রজয়ন্তী পালন করে আসছে।

বসিরহাটে উপনির্বাচন না হওয়ায় হাইকোর্টে জনস্বার্থ মামলা, নির্বাচন কমিশনকে পদক্ষেপের আর্জি

বসিরহাট লোকসভা কেন্দ্রে ছয় মাসের বেশি সময় ধরে সাংসদ না থাকায় উপনির্বাচনের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে