Homeরাজ্যউঃ ২৪ পরগনাদত্তপুকুরের তেল কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩

দত্তপুকুরের তেল কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩

প্রকাশিত

দত্তপুকুর: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের তেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। বুধবার ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বনাথ বসু নামে এক কর্মীর। পরে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে জয়দেব কর্মকার এবং শের আলি নামে আরও দুই কর্মী মারা যান।

বুধবার দুপুরে দত্তপুকুরের কদম্বগাছি পঞ্চায়েতের চণ্ডীগড়ি গ্রামে রাসায়নিক তেল পরিশোধনের কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বনাথ বসুর। গুরুতর জখম হন আরও তিন শ্রমিক। এঁরা সকলেই কারখানার ভিতরে কাজ করছিলেন। ঘটনাস্থলে দমকল আসার আগে কর্মীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন।

দুর্ঘটনার পরই আশঙ্কাজনক অবস্থায় জয়দেব কর্মকার, শের আলি এবং কুলদীপ সিংকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালের বার্ন ওয়ার্ডে তাঁদের চিকিৎসা চলছিল। বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ মৃত্যু হয় জয়দেব কর্মকারের। হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় শের আলিরও। অগ্নিকাণ্ডে ওই দুই শ্রমিকের শরীরের প্রায় ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল।

কুলদীপ সিংকেও প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে তাঁকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

দীপাবলির সময় এই অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাঁদেরই সূত্রে জানা যায়, বছর দুয়েক আগেও দত্তপুকুরের ওই তেল কারখানায় ছোটোখাটো আগুন লেগেছিল। সেই সময় কারখানা কর্তৃপক্ষকে সুরক্ষার দিকে নজর দিতে বলা হয়েছিল। সেই আগুন লাগার দু’বছরের মাথায় আবার আগুন লাগল। আর এবার আগুনের তীব্রতা ভয়ানক। দমকল ও পুলিশ সূত্রে বলা হয়েছে, ওই কারখানায় অগ্নিনির্বাপক সুরক্ষা থাকলেও তা যথাযথ ছিল কি না তা খতিয়ে দেখা হবে এবং কোনো গাফিলতি থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিকতম

আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপার, কবে হাতে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা

আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার। পর্ষদ সূত্রে খবর, আগামী ১৬...

ভারতবর্ষে ইউনিসেফের ৭৫ বছর পূর্তি উদযাপনে স্মারক ডাকটিকিট প্রকাশ

ইউনিসেফের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। শিশুদের অধিকার ও উন্নয়নে এই উদ্যোগের বিশেষ তাৎপর্য রয়েছে।

বিতর্কের অবসান, সৌদি আরবের হাতে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব

সৌদি আরব পেতে চলেছে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। ফিফার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হলেও অধিকাংশ সদস্য দেশের সমর্থন পেয়েছে। বিস্তারিত জানুন।

লাদাখে শীতকালীন অভিযানের জন্য সেনার সর্বাধুনিক যান মোতায়েন, কী এই অল-টেরেইন ভেহিকল

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-তে শীতকালীন অভিযানের প্রস্তুতি জোরদার করতে সর্বাধুনিক অল-টেরেইন ভেহিকল (এটিভি)...

আরও পড়ুন

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ঢাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেলঘরিয়ার যুবক, রক্তাক্ত অবস্থায় দেশে প্রত্যাবর্তন

বাংলাদেশে বেড়াতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বেলঘরিয়ার যুবক সায়ন ঘোষ। মোবাইল ও টাকা লুট, চিকিৎসায় হয়রানি— দেশে ফিরে পুলিশের কাছে অভিযোগ।

রিকশাচালকের সততায় রাস্তায় হারানো ১৫ লক্ষ টাকার চেক ফিরল মালিকের হাতে

বাগুইআটির রিকশাচালক নুর আলি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। রাস্তায় পড়ে থাকা ১৫ লক্ষ...

ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ‘মূল’ অভিযুক্ত

ব্যারাকপুর: ভাটপাড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে 'মূল' অভিযুক্ত সুজল প্রসাদকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পাঁচ দিন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে