কলকাতা: ফোনে খুনের হুমকি পেলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দলেরই প্রভাবশালী সদস্য ধৃত জয়ন্ত সিংহের জামিন সুনিশ্চিত করতে বলা হয় তাঁকে। অন্যথায় তাঁকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়। ঘটনাটি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল তাঁদের সূত্রে এই খবর জানা গিয়েছে।
সৌগত রায়ও বুধবার সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার ভোর ৩টে নাগাদ আমি একটি হুমকি-ফোন পাই। যে ফোন করেছিল, সে বলে আমি যদি জয়ন্ত সিংহের জামিনের ব্যবস্থা না করি, তা হলে আমাকে খুন করা হবে।”
দমদমের সাংসদ সৌগতবাবু আরও বলেন, “পুলিশ কমিশনারকে আমি সব কিছু জানিয়েছি। যে ফোন করেছিল, তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।”
ব্যারাকপুর পুলিশের এক আধিকারিক বলেন, “ঘটনাটি নিয়ে অনুসন্ধান চলছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।”
ঘটনাটি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল সেই সব আধিকারিকের সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার আড়িয়াদহ এলাকার তৃণমূলের এক প্রভাবশালী সদস্য জয়ন্ত সিংহকে পুলিশ গত সপ্তাহে গ্রেফতার করে। ৩০ জুন আড়িয়াদহে এক হিংসাত্মক ঘটনার জেরে তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় একটি কিশোর ও তার মাকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এই ঘটনা নিয়ে যেসব ভিডিও রয়েছে, তার একটিতে দেখানো হয়েছে, একটা ক্লাবের ভিতরে সিংহ ও তার সহযোগীরা এক ব্যক্তির হাত-পা ধরে রয়েছে আর কিছু লোক লাঠি দিয়ে তাকে পেটাচ্ছে।
আধিকারিকরা জানিয়েছেন, বিভিন্ন ঘটনায় জড়িত থাকার জন্য সিংহকে এর আগে বহু বার গ্রেফতার করা হয়েছে। এবার ভারতীয় ন্যায় সংহিতার ৩৪১, ৩২৩, ৩২৫ এবং ৩৪ ধারামতে তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে সব ভিডিও প্রচার করা হচ্ছে, সে সব পুরোনো। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ঘটনাটি ২০২১ সালের। গত ৭২ ঘণ্টা ধরে একটি টিভি চ্যানেলে বারবার দেখানো হচ্ছে। উপ-নির্বাচনের আমাদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্যই এ সব করা হচ্ছে। যারা এই কাণ্ড করেছিল তারা সবাই জেলে। অর্জুন সিং যখন এমপি তখন এই ঘটনা ঘটেছিল।”