Homeরাজ্যউঃ ২৪ পরগনাদলেরই প্রভাবশালী লোকের জামিনের ব্যবস্থা করে দিতে হুমকি-ফোন সৌগত রায়কে  

দলেরই প্রভাবশালী লোকের জামিনের ব্যবস্থা করে দিতে হুমকি-ফোন সৌগত রায়কে  

প্রকাশিত

কলকাতা: ফোনে খুনের হুমকি পেলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দলেরই প্রভাবশালী সদস্য ধৃত জয়ন্ত সিংহের জামিন সুনিশ্চিত করতে বলা হয় তাঁকে। অন্যথায় তাঁকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়। ঘটনাটি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল তাঁদের সূত্রে এই খবর জানা গিয়েছে।

সৌগত রায়ও বুধবার সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার ভোর ৩টে নাগাদ আমি একটি হুমকি-ফোন পাই। যে ফোন করেছিল, সে বলে আমি যদি জয়ন্ত সিংহের জামিনের ব্যবস্থা না করি, তা হলে আমাকে খুন করা হবে।”

দমদমের সাংসদ সৌগতবাবু আরও বলেন, “পুলিশ কমিশনারকে আমি সব কিছু জানিয়েছি। যে ফোন করেছিল, তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।”

ব্যারাকপুর পুলিশের এক আধিকারিক বলেন, “ঘটনাটি নিয়ে অনুসন্ধান চলছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।”

ঘটনাটি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল সেই সব আধিকারিকের সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার আড়িয়াদহ এলাকার তৃণমূলের এক প্রভাবশালী সদস্য জয়ন্ত সিংহকে পুলিশ গত সপ্তাহে গ্রেফতার করে। ৩০ জুন আড়িয়াদহে এক হিংসাত্মক ঘটনার জেরে তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় একটি কিশোর ও তার মাকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।     

এই ঘটনা নিয়ে যেসব ভিডিও রয়েছে, তার একটিতে দেখানো হয়েছে, একটা ক্লাবের ভিতরে সিংহ ও তার সহযোগীরা এক ব্যক্তির হাত-পা ধরে রয়েছে আর কিছু লোক লাঠি দিয়ে তাকে পেটাচ্ছে।

আধিকারিকরা জানিয়েছেন, বিভিন্ন ঘটনায় জড়িত থাকার জন্য সিংহকে এর আগে বহু বার গ্রেফতার করা হয়েছে। এবার ভারতীয় ন্যায় সংহিতার ৩৪১, ৩২৩, ৩২৫ এবং ৩৪ ধারামতে তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে সব ভিডিও প্রচার করা হচ্ছে, সে সব পুরোনো। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ঘটনাটি ২০২১ সালের। গত ৭২ ঘণ্টা ধরে একটি টিভি চ্যানেলে বারবার দেখানো হচ্ছে। উপ-নির্বাচনের আমাদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্যই এ সব করা হচ্ছে। যারা এই কাণ্ড করেছিল তারা সবাই জেলে। অর্জুন সিং যখন এমপি তখন এই ঘটনা ঘটেছিল।”

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার

আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে শিক্ষারত্ন ফেরালেন শিক্ষক দীপক মজুমদার। ২০১৩ সালে প্রাপ্ত শিক্ষারত্ন সম্মান ফিরিয়ে দিয়ে এই পদক্ষেপের মাধ্যমে গভীর প্রতিবাদ জানালেন তিনি।

পিছিয়ে নেই ওরাও, রক্তদান শিবিরে এসে রক্ত দিলেন চার দৃষ্টিহীন যুবক 

রক্তদান শিবিরে এসে রক্ত দিলেন চার দৃষ্টিহীন যুবক। রবিবার বনহুগলী যুবক সংঘের ১৪তম রক্তদান উৎসবের সূচনা হয়। সূচনা লগ্নেই তাঁরা এগিয়ে এসে রক্তদান করেন।

ছোঁয়াচে হয়েছে গণপিটুনি, বৌবাজারের পর এবার সল্টলেকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন, ধৃত ৩

শনিবার সকালে প্রসেন মণ্ডলকে গুরুতর জখম অবস্থায় সল্টলেকের করুণাময়ী এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?