ব্যারাকপুর: ছাত্র মৃত্যুর ঘটনায় বরানগরে বিশেষ ভাবে সক্ষমদের হাসপাতালে পড়ুয়াদের বিক্ষোভ চলছিল মঙ্গলবার সকাল থেকে। হাসপাতালের ডিরেক্টর পিপি মোহান্তির হাতে ৯ দফা দাবির স্মারকলিপি তুলে দিয়ে বুধবার সন্ধ্যায় ধরনা প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা।
তবে প্রায় দু’দিন পর ধরনা তুলে নিলেও আন্দোলন যে চলবে, সেই হুঁশিয়ারিও দিয়ে রাখলেন বিক্ষোভকারী ডাক্তারি পড়ুয়ারা। তাঁরা বলেন, ৯ দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি গ্রহণ করেছেন হাসপাতালের ডিরেক্টর। দাবিগুলির পূরণের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু ১২ ডিসেম্বরের মধ্যে যদি দাবি পূরণ না করা হয়, তা হলেও আরও বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা।

একই সঙ্গে বিক্ষোভকারীরা জানান, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ডাক্তারি পড়ুয়ারা আগের মতোই ক্লাস করবেন। কিন্তু তাঁরা রোগী দেখবেন না। অর্থাৎ, ‘পেন ডাউন’ করবেন তাঁরা। পাশাপাশি চলবে আন্দোলন। ডিরেক্টরের হাতে যে দাবিপত্র তুলে দেওয়া হয়েছে, তা কতটা কী পূরণ হল, সে সব দেখেই ১২ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।
উল্লেখ্য, হাসপাতালের হস্টেলে ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হওয়া ওই ছাত্র পরিষেবার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে দাবি করেন সহপাঠীরা। এরপরই হাসপাতালের গেট আটকে বিক্ষোভ শুরু করেন।

পড়ুয়ারা হাসপাতালের গেট আটকে বিক্ষোভ দেখানোয় গতকাল থেকে মিলছে না হাসপাতালের কোনো পরিষেবা। মেলেনি চিকিৎসা। চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন রোগীরা। ধরনা উঠে যাওয়ায় বৃহস্পতিবার থেকে পরিষেবা চালু হলেও পড়ুয়ারা তাতে আপাতত অংশ নেবেন না বলেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এ দিন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।