বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ-সিকিম, একাধিক জায়গায় নামল ধস, জলমগ্ন শিলিগুড়ি

0

শিলিগুড়ি: বেমরশুমি বৃষ্টিতে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা উত্তরবঙ্গ এবং সিকিম। জায়গায় জায়গায় নেমেছে ধস। সমতলেও ব্যাপক বৃষ্টি চলছে। পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা। ধসের জেরে আতংকে স্থানীয়রাও।

৩০ ঘণ্টা আগে, অর্থাৎ সোমবার সকাল থেকেই বৃষ্টি চলছে উত্তরবঙ্গ জুড়ে। তবে রাত থেকেই বৃষ্টির দাপট আরও বাড়ে। দার্জিলিংয়ে ১৬৬ এবং কালিম্পংয়ে ১৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তবে সব থেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে ঝালংয়ে (২০০ মিলিমিটার)। এ ছাড়া, গোটা পাহাড়েই গড়ে একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেমেছে রিম্বিকের পালমাজুয়া ব্রিজের কাছে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সে কারণে বিপদ এড়াতে রিম্বিক ও সান্দাকফুর ট্রেকিং আগামী ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক এস পুণ্যবালম বলেন, ”ধসের কারণে রিম্বিক ও সান্দাকফু ট্রেকিং আপাতত বন্ধ।”

অন্যদিকে, কালিম্পং, লাভায় রাস্তা ভেঙে গিয়েছে ধসের কারণে। ধসে কারণে কালিম্পং থেকে সিকিমগামী রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন। তিস্তাপাড়ের ২৯ মাইলে এ দিন দুপুরে ধস নামে। ফলে দুপুর ২টো থেকে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া, তাকদায় একটি বাড়ি ভেঙে পড়ারও খবর পাওয়া গিয়েছে।

এ দিকে, মঙ্গলবার সকালের পর ব্যাপক বৃষ্টি শুরু হয় শিলিগুড়িতে। ফলে শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। উড়ান পরিষেবা ব্যহত হয়েছে বাগডোগরা বিমানবন্দরেও।

এ দিকে, বিপর্যস্ত সিকিমও। পূর্ব সিকিমের রংপোতে ধসের কারণে একটি স্কুলবাড়ির অর্ধেকটা কাদের স্তূপের মধ্যে চলে গিয়েছে। উত্তর সিকিমে লাচেন থেকে গুরুদংমার যাওয়ার রাস্তাও ধস নেমে বিপর্যস্ত। বুধবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার থেকে গোটা পশ্চিমবঙ্গেই উন্নতি হবে আবহাওয়ার। দেখা মিলবে রোদের। ফলে সাধারণ মানুষের স্বস্তি ফিরবে।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:

দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ির ক্ষতিপূরণ হিসেবে বিমা সংস্থাকে ৩.২৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

মহিলাদের ৪০ শতাংশ টিকিট দেবে কংগ্রেস, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বড়ো ঘোষণা প্রিয়ঙ্কা গান্ধী বঢরার

চার কেন্দ্রের উপনির্বাচনের প্রচার সেরে গোয়ায় যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সাংসদপদে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়, আসানসোল উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী নিয়ে জল্পনা

এই প্রথম ৬২ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স! আইটি স্টকে ঊর্ধ্বগতি অব্যাহত

বিজ্ঞাপন