বোলপুর: পশ্চিমবঙ্গে ফের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। এ বার ঘটনাস্থল শান্তিনিকেতন। মেলা থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে তাকে তিন চার জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। তাকে হাসপাতালে ভরতি করানো হয়েছে।
ঘটনাস্থল শান্তিনিকেতন থানার বড়োডাঙা গ্রামে। বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে চড়কের মেলায় গিয়েছিল ওই নাবালিকা। মেলায় এক বন্ধুর সঙ্গে দেখা হলে দু’জন গল্প করছিল। হঠাৎ জনা পাঁচেক যুবক সেখানে এসে ছেলেটিকে মারধর করে মেয়েটিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
এর পর নদীর ফাঁকা চরে মেয়েটিকে যৌন নির্যাতন করে সেখানেই তাকে ফেলে চলে যায় বলে অভিযোগ। পরে ওই নাবালিকার বন্ধু স্থানীয়দের খবর দিলে মেয়েটিকে উদ্ধার করে এলাকার কয়েকজন। শুক্রবার সকালে নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভরতি করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে চিহ্নিত করেছে পুলিশ। ঘটনাস্থলে যান বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী।
পুলিশ সুপার বলেন, ‘‘আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত হচ্ছে। মেলা থেকে ফেরার পথে তিন চার জন ছেলে ওই নাবালিকার উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ। মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। আমরা তদন্ত করছি।”
আরও পড়তে পারেন
দিল্লিতে তিনশো পার করলেও সারা দেশে সংক্রমণ নামল হাজারের নীচে
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।