সম্পত্তি লিখে না দেওয়ার বৃদ্ধা মায়ের ওপর অত্যাচার, অভিযুক্ত দুই ছেলে-পুত্রবধূ

0

কলকাতা: সম্পত্তি লিখে না দেওযায় মায়ের উপর অত্যাচার করার অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধে৷ ঘটনায় গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি৷ আতঙ্কের মধ্যে কোনো রকমে বাড়িতে বসবাস করছেন ওই বৃদ্ধা৷

গড়ফা থানা এলাকার উত্তর পূর্বাচলের বাসিন্দা ৮৫ বছরের নমিতা বণিক৷ তাঁর তিন ছেলে ও দুই মেয়ে৷ মেয়েরা বিবাহিত৷ বড়ো ছেলে দিলীপ বণিক ও ছোটো ছেলে অরুণ বনিক তাঁর উপর অত্যাচার করে বলে অভিযোগ৷ এই ঘটনায় এই নিয়ে ছ’বার গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি৷ স্থানীয় ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মধুমিতা চক্রবর্তীকেও বিষয়টি লিখিত ভাবে জানানো হয়েছে৷ আলিপুর আদালতেও দুই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি৷ সম্প্রতি আদালত দুই ছেলেকে প্রতি মাসে মোট ৫ হাজার টাকা মাকে দেওয়ার নির্দেশ দেয়৷ তার পর থেকে অত্যাচার আরও বেড়ে গিয়েছে বলে অভিযোগ৷ রবিবার সন্ধেবেলায় মামলা তুলে নেওয়ার ব্যাপারে জোর করা হয়৷ কিন্তু তিনি রাজি না হওযায় দুই ছেলে পুত্রবধূ ও নাতিরা তাঁকে মারধোর করে বলে জানিয়েছেন বৄদ্ধা ৷

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিযুক্তদের৷ যদিও মা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে পালটা অভিযোগ করেছেন অভিযুক্তরা।

বিজ্ঞাপন