ওয়েবডেস্ক: ফের বাজি ফাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটল এ রাজ্যে। এ বার উড়ে গেল যুবকের কবজি।
ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের হাটপুকুরিয়া গ্রামে। সোমবার পাড়ার বন্ধুদের সঙ্গে বাজি ফাটাচ্ছিলেন এক যুবক। অন্য অনেকের সঙ্গে মিলে বেশ কয়েকটি বাজি ফাটানোর পর হঠাৎ বিপত্তি।
একটি বাজি ফাটতে গিয়ে বিকট শব্দ করে হাতেই ফেটে যায় সেটি। হাতের দিকে তাকিয়েই মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক।
দেখা যায় তাঁর কবজি উড়ে গিয়েছে এই বিস্ফোরণের জেরে। আচমকা ঘটে যাওয়া ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বন্ধুবান্ধবদের মধ্যে। তাঁরাই তাঁকে তড়িঘড়ি নিয়ে আসেন ক্যানিং মহকুমা হাসপাতালে।
আরও পড়ুন একটি কুকুরের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কেন জানেন?
সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু হয়। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে রেফার করা হয় কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে।
উল্লেখ্য, কালীপুজোর বাজি ফাটানোকে কেন্দ্র করে একাধিক দুর্ঘটনার খবর এসেছে এ বার। রবিবার কলকাতায় হরিদেবপুরে তুবড়ি ফাটাতে গিয়ে মৃত্যু হয় আদি দাস নামে বছর পাঁচেকের এক শিশুর। একই সঙ্গে ওই দিনই কসবায় তুবড়ি ফাটাতে গিয়ে মৃত্যু হয় দীপ কোলে নামে এক যুবকের।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।