Homeখবররাজ্যআট বছর পর আবার বন্‌ধ পাহাড়ে, মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই

আট বছর পর আবার বন্‌ধ পাহাড়ে, মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই

প্রকাশিত

খবর অনলাইনডেস্ক: আট বছর পর আবার বন্‌ধ পাহাড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই সোমবার ১২ ঘণ্টার জন্য পাহাড়ে বন্‌ধের ডাক দিল চা বাগান শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। পুজোর আগে ২০ শতাংশ বোনাসের দাবিতে বন্‌ধ ডেকেছে তারা।

রবিবার চা বাগান শ্রমিকদের বোনাসের দাবিতে চতুর্থ বার ত্রিপাক্ষিক বৈঠক হয় দাগাপুরের শ্রমিক ভবনে। ট্রেড ইউনিয়নগুলি ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড় ছিল। কিন্তু মালিকপক্ষ জানিয়ে দেয়, ১৩ শতাংশের বেশি বোনাস দেওয়া সম্ভব নয়। আগের তিনটির মতো রবিবারের বৈঠকও ভেস্তে যায়। তার পরেই শ্রমিক ভবনের বাইরে বিক্ষোভ শুরু করেন সংগঠনের সদস্যেরা।

আটটি শ্রমিক সংগঠন যৌথ ভাবে সোমবার ১২ ঘন্টা বন্‌ধের ডাক দেয়। ফলে এর পর টি অ্যাডভাইসারি কমিটি এবং রাজ্যের শ্রম দফতরকে ওই বিষয়ে পদক্ষেপ কর‍তে হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ধস এবং বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার শিলিগুড়ি গিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার তাঁর কলকাতায় ফেরার কথা।

এই বিষয়ে বাম শ্রমিক সংগঠন সিটুর সম্পাদক ও দার্জিলিং জেলা সিপিএমের নেতা সমন পাঠক বলেন, ‘‘মালিকেরা কোনো ভাবেই শ্রমিকদের ভাল চান না। পুজোর মুখে শ্রমিকদের অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। এখন দর কষাকষির কোনো জায়গা নেই। আমাদের একটাই দাবি, শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দিতে হবে। আর এই দাবি পূরণ না হওয়ায় সোমবার পাহাড়ে বন্‌ধ ডাকা হয়েছে।’’

হিল তরাই ডুয়ার্স প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ভক্তিমান তামাং বলেন, ‘‘চা বাগানের শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের দাবিতে আমাদের লড়াই চলবে। আটটি ট্রেড ইউনিয়ন মিলে সোমবার সকাল থেকে ১২ ঘন্টার বনধ ডেকেছে।’’ এই বিষয়ে মধ্যপন্থা নিয়েছে অনীত থাপার দল বিজিপিএম। দলের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, ‘‘আমরা বন্‌ধের বিরোধিতাও করছি না, আবার সমর্থনও করছি না। আমরা শ্রমিকদের পাশে রয়েছি। আগামীকাল ফের একটা আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করব৷’’

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮) ভারত:...

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি করত ইজরায়েল, দিয়েছিল গোপন সামরিক প্রশিক্ষণও, বন্ধুত্ব কী ভাবে বদলে গেল শত্রুতায়!

বিশ্ব সম্প্রতি অশান্তির একটি নতুন পর্যায়ে অবস্থান করছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পরিস্থিতি...

আরও পড়ুন

চিকিৎসক-সরকার আলোচনায় মধ্যস্থতায় করতে চেয়ে দু’পক্ষকে ইমেল অপর্ণা, সুজাত ভদ্রদের, অনশন প্রত্যাহারের আবেদন

জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপর্ণা সেনসহ বিদ্বজ্জনেরা চিকিৎসক ও রাজ্য প্রশাসনের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

হাওয়ার গতিপথ বদলাচ্ছে, দিনদুয়েকের মধ্যেই বর্ষা বিদায়, তবে বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না

খবর অনলাইনডেস্ক: হাওয়ার গতিপথ বদলাতে শুরু করেছে। দখিনা হাওয়াকে সরিয়ে বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করেছে...

এবার অসুস্থ হয়ে পড়লেন ডা. অনুষ্টুপ, ভর্তি মেডিক্যাল কলেজে

খবর অনলাইনডেস্ক: অনশনরত অবস্থায় একের পর এক চিকিৎসক অসুস্থ হয়ে পড়ছেন, তবুও কোনো হেলদোল...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত