ongc
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: কিছু দিন আগেই মাটির তলা থেকে প্রচুর গ্যাসের সন্ধান পেয়েছিল ওএনজিসি। সেই অশোকনগরে গ্যাস উৎপাদনের জন্য প্রাথমিক বেসিন তৈরি করার সিদ্ধান্ত নিয়ে ফেলল এই সংস্থাটি। এর ফলে এই অঞ্চল আর্থিক ভাবে সচ্ছল হবে বলে আশা স্থানীয় বাসিন্দাদের।

উত্তর ২৪ পরগণার অশোকনগর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাইগাছিতে গত ছ’মাস ধরে খনন কাজ চালিয়েছে ওএনজিসি। আগস্টের শেষের দিকে এই খনন কাজের ফল পান সংস্থার কর্মীরা। জমির নীচে পাইপের মধ্যে দিয়ে আগুন বেরোতে শুরু করে। এর পরেই জানা যায় অশোকনগর-হাবড়া অঞ্চলে মাটির নীচে বিপুল পরিমাণে গ্যাস মজুত রয়েছে।

এই আবিষ্কারকে কোনো ভাবেই ব্যর্থ হতে দিতে চায় না ওএনজিসি। তাই অশোকনগরে এই গ্যাস বেসিন তৈরি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

পড়তে পারেন উদ্ধার হল আরও ১টি দেহ, মাঝেরহাট সেতু দুর্ঘটনায় মৃত বেড়ে ৩

১৯৮৫ সালে শেষ বার গ্যাস উৎপাদনের বেসিন চালু করেছিল ওএনজিসি। সেই তালিকায় আরও তিনটে বেসিন যোগ হতে চলেছে। অশোকনগর ছাড়াও এই বেসিন চালু করার কথা গুজরাতের কচ্ছ এবং মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত লাগোয়া একটি অঞ্চলে।

আগামী পাঁচ বছরের মধ্যে নতুন এই বেসিনগুলি থেকে গ্যাস উৎপাদন শুরু করার ব্যাপারে আশাবাদী ওএনজিসি।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন