Vidhan Sabha
ফাইল ছবি

কলকাতা: মঙ্গলবারের মতোই তুমুল হট্টগোল বাঁধল বিধানসভায়। বুধবার বিরোধীদের একাধিক মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনার দাবি খারিজ হওয়ার প্রতিবাদে তুমুল হইচই বাঁধে বিধানসভায়।

গতকাল বিধানসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয় বামফ্রন্ট ও কংগ্রেসের তরফে। জানা যায়,  বিধি মেনে সেই প্রস্তাব পেশ করার পর এবং প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক তার পক্ষে সমর্থন জানালে তা আলোচনার জন্য গৃহীত হয়। তবে সময়ের অভাবজনিত কারণ দেখিয়ে শেষমেশ বিরোধী দুই শিবিরের দাবি খারিজ করে দেওয়া হয়। তার আগে অবশ্য বিধানসভার অধ্যক্ষের পৌরোহিত্যে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এই ঘটনার প্রতিবাদে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন বাম ও কংগ্রেসের প্রতিনিধিরা।

আরও পড়ুন: খোদ পুলিশ কর্তার বাড়িতেই মধুচক্রের আসর! পুলিশ পৌঁছানোর আগেই গায়েব অভিযুক্তরা

বুধবারেও বাম ও কংগ্রেস বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধানসভার অন্দরে। এরই মধ্যে কংগ্রেসের সচেতক মনোজ চক্রবর্তীকে সতর্ক করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্পিকারের বিরুদ্ধে তারা ‘কনফারেন্স অব স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসারস অব দ্য কমনওয়েলথ’-এ তারা অভিযোগ জানাবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here