কলকাতা: বৃহস্পতি, শুক্র এবং শনিবার। পর পর তিন দিন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জেরা করল সিবিআই। সূত্রের খবর, এসএসসি দুর্নীতি মামলায় এ বার পরেশ-পার্থকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এসএসসি দুর্নীতিকাণ্ডে বৃহস্পতিপ্রায় প্রায় ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় পরেশকে। জানা যায়, মন্ত্রীর জবাবে সন্তুষ্ট নয় সিবিআই। তার জেরেই ফের তাঁকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশে দেওয়া হয়। শুক্রবারও সকাল এগারোটা থেকে জেরা করে সিবিআই। কিন্তু তদন্তকারীদের প্রশ্নের যা জবাব দিয়েছেন, তাতে সন্তুষ্ট নন সিবিআই আধিকারিকরা। শনিবার ৪ ঘণ্টার বেশি জেরার পর নিজাম প্যালেস থেকে বেরোন মন্ত্রী।
মামলার তদন্তে পরেশ-পার্থকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই। জল্পনা চলছে এমনই। তদন্তকারীদের দাবি, প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্ট অনুযায়ী, তৎকালীন শিক্ষামন্ত্রী (বর্তমানে শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশে তৈরি উপদেষ্টা কমিটি-ই বেআইনি। সেই জায়গায় মন্ত্রী-কন্যা অঙ্কিতার বেআইনি নিয়োগ হিমশৈলের চুড়ো মাত্র।
অবৈধ ভাবে নিজের মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে। তোয়াক্কা করা হয়নি মেধাতালিকা। এ দিকে সূত্রের খবর সিবিআইয়ের জেরায় উত্তরবঙ্গের দুই তৃণমূল নেতার নামও সামনে আসতে পারে।
পরেশের দলবদলের বিনিময়েই তাঁর মেয়েকে চাকরি দেওয়া হয়েছিল বলে একাংশের অভিযোগ। সেই জায়গায় এই প্রক্রিয়ায় দলের দুই নেতার ভূমিকার কথা উঠে আসছে। তাঁরা কারা, তা নিয়েই ঘনীভূত হয়েছে রহস্য। সেই রহস্যের জট কাটলে গোটা বিষয়টি পরিষ্কার হবে অনেকটাই।
প্রসঙ্গত, বুধবার প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গতকাল রক্ষাকবচ নিয়ে পার্থের আর্জি খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এরই মধ্যে পার্থকে ফের তলব করা হয়েছে আগামী সপ্তাহে। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রয়োজনে পার্থকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।
আরও পড়তে পারেন:
নভজ্যোত সিংহ সিধু এখন কয়েদি নম্বর ২৪১৩৮৩, ঠিকানা পটীয়ালা জেল, ব্যারাক নম্বর ৭
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড়ো খবর! মাস ঘুরলেই ফল
মাসির বাড়িতে গিয়ে ফিরতে চাইছিল না কিশোর, জোরাজুরি করতেই ২১ তলার বারান্দা থেকে ঝাঁপ
এসএসসি: শান্তিপ্রসাদ-সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআইয়ের, যুক্ত হল জামিন অযোগ্য ধারাও
জ্ঞানবাপী নিয়ে ‘আপত্তিকর’ সোশ্যাল মিডিয়া পোস্ট, দিল্লিতে গ্রেফতার অধ্যাপক