কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিনের আর্জি খারিজ হয়ে গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ সাত জনের। বৃহস্পতিবার ওই সাত জনকেই ফের ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত।
এ দিন আদালতে জামিনের আর্জির শুনানি চলাকালীন, পার্থর আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, “তদন্তের নামে পেশিশক্তি প্রদর্শন করছে সিবিআই”। এর পাল্টা সিবিআইয়ের আইনজীবী বলেন, “আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি”।
তাৎপর্যপূর্ণ ভাবে এ দিন সিবিআইয়ের বিশেষ আদালতে ঢোকার মুখে দলীয় কর্মীদের বড়দিনের এবং নতুন বছরের শুভেচ্ছাবার্তা দিয়ে আরও এক বার স্পষ্ট করলেন পার্থ। আদালত থেকে বেরনোর সময় বললেন, “আস্থা রাখুন, সত্যের জয় হবে।”
এ দিন আদালতের ঢোকার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ বলেন, ‘‘আমি সবার আগে ২০২৩-এর শুভ নববর্ষের এবং তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তৃণমূলের সব কর্মীদের আগাম শুভেচ্ছা জানাই। সকলকে ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা জানাই। বেহালা আমার এলাকা। সেই বেহালাবাসীদেরও অভিনন্দন জানাই। এবং বহু প্রতীক্ষিত জোকা থেকে তারাতলা মেট্রো রেল চালু হোক। আমাদের বহু দিনের শখ। তা যেন পূর্ণতা পায়।’’
প্রসঙ্গত, গ্রেফতারির পর মন্ত্রিত্ব এমনকী তৃণমূলের সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পার্থকে। দল যে তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করেছে, তা একাধিক ঘটনায় স্পষ্ট। তবে জেলে থাকলেও দলের পাশেই রয়েছেন পার্থ। এ দিন দলীয় সহকর্মীদের প্রতিষ্ঠা দিবসের আগাম শুভেচ্ছায় সেটাও বেশ স্পষ্ট। উল্লেখযোগ্য ভাবে এ দিন আদালত থেকে বেরনোর সময় তিনি বলেন, “আমার ওপর যারা আস্থা রেখেছিলেন, এখনও আস্থা রাখুন, সত্যের জয় হবে।”
এ দিনের শুনানিতে সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে পার্থ, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য-সহ সাত জনের আবার জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ৫ জানুয়ারি পর্যন্ত পার্থদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে।
আরও পড়ুন: রাজ্যে প্রাণীসম্পদ বিকাশ দফতরে নিয়োগ, বেতনের মূল্যও সর্বাধিক
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।