Homeরাজ্যপশ্চিম মেদিনীপুরসেপটিক ট্যাঙ্কে চোলাই মদের সরঞ্জাম লুকিয়ে রাখার অভিযোগ, তুলতে গিয়ে নাবালক-সহ মৃত...

সেপটিক ট্যাঙ্কে চোলাই মদের সরঞ্জাম লুকিয়ে রাখার অভিযোগ, তুলতে গিয়ে নাবালক-সহ মৃত ৩

প্রকাশিত

শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের চকরাধাবল্লভ গ্রামে সেপটিক ট্যাঙ্ক থেকে তিন জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের মধ্যে একজন নাবালকসহ তিন জনের দেহ ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। মৃতরা হলেন সুজন সরেন (১৫), বদ্রীনাথ হেমব্রম (৫৮) এবং বাপি বাস্কে (৪৫)। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের সেপটিক ট্যাঙ্কে নামার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, সকালে নাবালক সুজন সরেন প্রথমে সেপটিক ট্যাঙ্কে নামে। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও সে উঠে না আসায় বদ্রীনাথ তাকে উদ্ধারের জন্য নামেন। পরবর্তীতে তিনিও উঠে না আসায় বাপি বাস্কে সেপটিক ট্যাঙ্কে নামেন। এভাবে পর পর তিন জনের মৃত্যু ঘটে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ডেবরা থানায় খবর দেয়া হয়। পুলিশ এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তিন জনকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

মাত্র সাড়ে ৪ হাজার টাকা ঋণ আদায়ে আটকে রেখে মারধর, অপমানে আত্মঘাতী দলিত যুবক

সুজনের বাড়ি শ্রীরামপুরে এবং বাকি দু’জনের বাড়ি রাধাবল্লভ গ্রামে। স্থানীয়দের দাবি, আবগারি দফতরের হাত থেকে বাঁচার জন্য সেপটিক ট্যাঙ্কে চোলাই মদের সরঞ্জাম লুকিয়ে রাখা হত। সেপটিক ট্যাঙ্ক থেকে ওই সরঞ্জাম তুলতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।

জেলা পরিষদের নারী শিশুকল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু বলেছেন, “শুনেছি, তিন জনের মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। আবগারির ওসি ইনচার্জকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হবে এই চোলাই কারবারীদের বিরুদ্ধে।”

স্থানীয় বাসিন্দা কানুরাম হাঁসদা জানান, “সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের জন্য তিন জনের মৃত্যু হয়েছে। নাবালককে উদ্ধার করতে গিয়ে বৃদ্ধ এবং আরও একজনের মৃত্যু হয়েছে।” মৌমিতা মণ্ডল নামে আরও একজন বলেন, “শুনেছি ওই এলাকায় চোলাই মদের ব্যবসা হয়। খবর শুনে গিয়ে দেখলাম তিন জনের দেহ উদ্ধার হয়েছে।”

এই ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং সেপটিক ট্যাঙ্কের মালিক রবি মুর্মুকে আটক করেছে।

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

সাউথ আফ্রিকা-ভারত টি২০: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৫ উইকেট বরুণ চক্রবর্তীর, তবু হার সূর্যকুমারদের

ভারত: ১২৪-৬ (হার্দিক পাণ্ড্য ৩৯ নট আউট, আইডেন মার্করাম ১-৪) সাউথ আফ্রিকা: ১২৮-৭ (ট্রিস্টান স্টাবস...

খুব কষে কোমরে পোশাকের দড়ি বাঁধছেন? মারণ রোগকে ডেকে আনছেন না তো?

অনেকেরই অভ্যাস থাকে সায়া, সালওয়ার বা পাজামার দড়ি খুব টাইট করে বা কষে কোমরে...

অভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেই ইউপিআই পেমেন্ট, একই পরিবারের সদস্যদের জন্য এই সুবিধা  

এ বার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে অনলাইন ইউপিআই পরিষেবা। দেশের বহু...

নির্মাণ কাজের জন্য সংক্ষিপ্ত হল গ্রিন লাইন ২-এর মেট্রো চলাচল, যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-র রুট নির্মাণ কাজের কারণে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত সীমিত করা হয়েছে। এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো বন্ধ থাকায় যাত্রীদের অসুবিধার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

তীব্র গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক সাইকেল আরোহীকে ধাক্কা, নয়ানজুলিতে উল্টে গেল দিঘাগামী গাড়ি, নিহত চার!

দিঘা যাওয়ার পথে তীব্র গতির কারণে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন গাড়ির যাত্রী এবং দুই সাইকেল আরোহী। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে পড়ে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে