Homeখবররাজ্যরাজ্যে হঠাৎ বাড়ল পেট্রল-ডিজেলের দাম, কারণটা কী? কমার সম্ভাবনা আছে কি?

রাজ্যে হঠাৎ বাড়ল পেট্রল-ডিজেলের দাম, কারণটা কী? কমার সম্ভাবনা আছে কি?

প্রকাশিত

রাজ্যে আচমকা পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার খবর সামনে এসেছে। রবিবার রাতে সূত্রে জানা গেছে, কলকাতায় আইওসি-র পাম্পে পেট্রলের দাম লিটার প্রতি ১.০১ টাকা বেড়ে হয়েছে ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের দাম ১ টাকা বেড়ে হয়েছে ৯১.৯৬ টাকা।

তবে দেশের বেশির ভাগ জায়গায় পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এই পরিস্থিতিতে, ওয়েস্টবেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেন জানিয়েছেন, “রাজ্য সরকার ফের ১ টাকা করে ভ্যাট বসিয়েছে। সেই কারণেই তেলের দাম বেড়েছে।”

সোম থেকে কার্যকর তিন আইন, বিরোধিতায় সরব তৃণমূল

কেন বাড়ল জ্বালানির দাম?

প্রশাসনিক সূত্রে খবর, এর আগে দাম কমাতে রাজ্য তেল বিক্রির উপর যে ভ্যাট নিত, তাতে ছাড় দিয়েছিল। ফলে পেট্রল ও ডিজেলের দাম ১ টাকা কমে যায়। লিটার প্রতি এক টাকার ছাড়ের সুবিধা রবিবার শেষ হয়েছে। সে কারণেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে যদি রাজ্য সরকার এই সুবিধার মেয়াদ বাড়ায়, তাহলে দাম আবার কমতে পারে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, নবান্ন সূত্র জানাচ্ছে, রবিবার রাত পর্যন্ত পরিষ্কার নয় যে, ওই ছাড় আবার কার্যকর হবে কি না। তবে সূত্রের মতে, আজ সোমবার এ নিয়ে হয়তো সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।

এই পরিস্থিতিতে, সাধারণ মানুষ এবং পরিবহন ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশা, রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং পেট্রল ও ডিজেলের দাম কমানোর জন্য ছাড়ের সিদ্ধান্ত বহাল রাখবে।

সাম্প্রতিকতম

চিনের নতুন প্রশাসনিক জেলা ঘোষণা, লাদাখের অংশ অন্তর্ভুক্ত— কড়া প্রতিবাদ ভারতের

চিনের দুটি নতুন প্রশাসনিক জেলা ঘোষণা নিয়ে কড়া প্রতিবাদ জানালো ভারত। লাদাখের অংশ অন্তর্ভুক্ত করায় কূটনৈতিকভাবে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

আইপিএল ২০২৪: কলকাতার সম্ভাব্য একাদশ, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে দল?

আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ? দেখে নিন সম্ভাব্য দল।

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ঐতিহাসিক দিন’, আসন পুনর্বিন্যাস নিয়ে যৌথ বৈঠককে বললেন স্ট্যালিন, গরহাজির তৃণমূল

লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকলেন না।

মেরঠে মেরিন অফিসার খুন, হত্যার পর প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচলে ১৫ দিনের সফরে মুসকান

মেরিন অফিসার সৌরভ রাজপুতকে খুনের পর স্ত্রী মুসকান রাস্তোগি ও প্রেমিক সাহিল শুক্লা হিমাচলে ১৫ দিনের সফরে যান। পুলিশের দাবি, খুনের পর দম্পতি নির্বিকারভাবে ছুটি উপভোগ করেছেন।

আরও পড়ুন

ফ্ল্যাট কেনার আগে সতর্ক থাকুন! রেরা রেজিস্ট্রেশন না থাকলে মিলবে না গৃহঋণ

পশ্চিমবঙ্গে রেরা রেজিস্ট্রেশন ছাড়া আবাসন প্রকল্পে ব্যাঙ্ক ঋণ বন্ধের সিদ্ধান্ত। গৃহঋণ পেতে হলে রেরা অনুমোদিত ফ্ল্যাট কিনতেই হবে।

ওবিসি সার্টিফিকেট সমস্যার সমাধান হলেই রাজ্যে লক্ষাধিক নিয়োগ: মমতা

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জট কাটলেই পশ্চিমবঙ্গে ২-৩ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী...

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা, উৎসবের আগেই মিলবে টাকা

পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা করল। মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে হলে ৬,৮০০ টাকা বোনাস, পেনশনভোগীরাও পাবেন বিশেষ সুবিধা। বিস্তারিত জানুন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে