petrol price

কলকাতা: কর্নাটকের ভোটের জন্য কিছুদিন বন্ধ রাখা হয়েছিল পেট্রোল এবং ডিজেলের দামের উত্থানকে। ভোট মিটতেই ফের বাড়তে শুরু করেছে দাম। শুক্রবার সকাল ৬টায় বাড়ানো হয়েছে পেট্রোল এবং ডিজেলের দামকে।

কলকাতায় পেট্রোলের দাম ২৯ পয়সা এবং ডিজেলের দাম ৩০ পয়সা করে বাড়ানো হয়েছে। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ৭৮.২৯ টাকা এবং ডিজেলের দাম ৬৯.৬৩ টাকা। সব মিলিয়ে গত পাঁচ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৯৭ টাকা থেকে ১.০৩ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে ১ টাকা থেকে ১.২৪ টাকা।

কর্নাটক নির্বাচনের জন্য প্রায় তিন সপ্তাহ ধরে তেলের দাম বাড়ানো হয়নি। এর ফলে আগামী কয়েকদিনে তেলের পেট্রোলের দাম ৬.২ শতাংশ এবং ডিজেলের দাম ৫.৮ শতাংশ বাড়ানো হতে পারে বলে মনে করছে কয়েকটি সংস্থা।

এই মুহূর্তে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও বেশ আকাশছোঁয়া। ২০১৪-এর পর বৃহস্পতিবারই প্রথম ব্যারেল প্রতি ৮০ ডলার ছুঁয়েছে তেলের দাম।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন