১২৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বেহালা রোডে (দত্তের মাঠে কাছে) প্রায় তিন সপ্তাহ ধরে চলছে নিকাশি নালা তৈরির কাজ। নিকাশি নালার জন্য খোঁড়া গর্তে বৃষ্টির জল জমছে অবিরত, গর্তে পড়ে বারবার আহত হচ্ছেন এলাকার মানুষ। কিন্তু পাম্প করে জল তোলার কোনও উদ্যোগ নেই স্থানীয় কাউন্সিলরের। দুপুর গড়ানোর আগে অবধি দেখা মেলে না পুরকর্মীদেরও। কাঠের পাটাতন ভরসা করেই পথ চলা স্থানীয় মানুষদের। এলাকার এক বাসিন্দার ক্যামেরায় ধরা পড়ল দক্ষিণ বেহালার এই জলছবি।
দক্ষিণ বেহালা রোডে জল-ছবি, নেই পুরকর্মী।
বৃষ্টির জলে ভেসে গেছে পাড়া, ভেসেছে ঘরদোর
চলছে নিকাশি তৈরির কাজ, বন্ধ রাস্তাঘাট
নালা তৈরির জন্য খোঁড়া গর্ত, বৃষ্টির জল জমে গোটা রাস্তাই নর্দমা
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।