BJP Bhatpara

ওয়েবডেস্ক: বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ভাটপাড়া ছেড়ে চলে যাওয়ার সাময়িক পরেই ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। জানা যায়, মাথা ফাটে এক বিজেপি কর্মীর, আহত আরও তিন।

শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ ভাটপাড়ায় যান বিজেপির তিন সদস্যের প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন সাংসদ এস এস আলুওয়ালিয়া, সত্যপাল সিং এবং বিষ্ণুদয়াল রাম। তাঁরা নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তবে তাঁরা এলাকায় পৌঁছতেই জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা।

এর পরই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপি সাংসদরা এলাকা ছাড়ার কিছুটা পরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ, পাল্টা অভিযোগে ফের চাঞ্চল্য ছড়ায়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তুলেই বিক্ষোভ দেখায় বিজেপি। সে সময়ই পুলিশের লাঠির আঘাতে এক জনের মাথা ফেটে যায় বলে অভিযোগ।

বিজেপির দাবি, পুলিশের সামনেই বোমাবাজি করে দুষ্কৃতীরা। এর প্রতিবাদেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যদিও পুলিশের দাবি, তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। ১৪৪ ধারা জারি থাকলেও এ ভাবে বিশৃঙ্খলা ছড়ালে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়।

ঘটনাস্থলে দাঁড়িয়ে আলুওয়ালিয়া বলেন, “পুলিশের গুলিতেই মারা যান রামবাবু সাউ এবং ধরমবীর সাউ। পুলিশ বলছে, যে তাঁরা শূন্যে গুলি করে থাকে, তবে তা কীভাবে কোনো ব্যাক্তির শরীরে প্রবেশ করে? অত্যন্ত দুঃখজনক ঘটনা”।

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন