সিইএসসি এলাকা বাদে পশ্চিমবঙ্গের অন্যত্র বিদ্যুতের দাম বাড়তে চলেছে। প্রতি ইউনিটে দাম বাড়বে ২৩ পয়সা। তবে গ্রামীণ এলাকায় যাঁরা ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করেন, তাঁরা বিদ্যুতের এই বর্ধিত মূল্য থেকে রেহাই পাবেন। তবে সংবাদমাধ্যমকে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিদ্যুতের মাসুল বাড়ছে কিনা সে বিষয়ে কোনও খবর তার কাছে নেই।
সূত্রের খবর, রাজ্য বিদ্যুৎ উন্নয়ন কোম্পানি বিদ্যুতের দাম বাড়ানোর জন্য বিদ্যুৎ মাশুল নিয়ন্ত্রণ কমিশনের কাছে আর্জি জানিয়েছিল। সেই আর্জি কমিশন মেনে নেওয়ায় বিদ্যুতের দাম বাড়ছে। কিন্তু একই আর্জি জানিয়ে ব্যর্থ হয়েছে সিইএসসি। ফলে শহর কলকাতা-সহ সিইএসসি এলাকায় বিদ্যুতের দাম বাড়ছে না। সুতরাং আপাতত স্বস্তি সিইএসসি গ্রাহকদের।
তবে এই স্বস্তি কত দিনের, তা এখনই বলা যাচ্ছে না। কারণ কয়লা পরিবহণে মাশুলের হার বাড়িয়ে দিয়েছে রেল। ফলে বিদ্যুৎ উৎপাদনে খরচ অনেক বেড়ে যাবে। তখন যদি সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ সংস্থা বিদ্যুতের দাম বাড়ানোর জন্য ফের বিদ্যুৎ মাশুল নিয়ন্ত্রণ কমিশনের কাছে আর্জি জানায়, তখন কি কমিশন সেই আর্জি ফিরিয়ে দিতে পারবে, প্রশ্ন সেটাই।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।