kolkata rain

কলকাতা জুনের প্রথম দিনেই বর্ষার ছোঁয়া পেয়ে গেল কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি নামল শহরে। দুঃসহ গরমের পরে স্বস্তি দিল সাধারণ মানুষকে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এটা প্রাক বর্ষার ব্রিশটি।

শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। গত কয়েক দিনের গরম উধাও। ছিল বৃষ্টির পরিস্থিতি। এই পরিস্থিতিতে কাজে লাগিয়ে এ দিন পৌনে ন’টা নাগাদ স্বস্তির বৃষ্টি নামে শহরে। প্রথম দফায় মিনিট কুড়ি স্থায়ী ছিল বৃষ্টি। পরের দফাতেও জোর বৃষ্টি হয় কলকাতায়। তবে উত্তরের তুলনায় দক্ষিণ কলকাতায় বৃষ্টির দাপট বেশি ছিল। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।

এই বৃষ্টিকে পুরোপুরি প্রাক বর্ষার বৃষ্টি হিসাবে আখ্যা দিয়েছেন ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা।

এই মুহূর্তে পূর্ব উত্তরপ্রদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে এ দিন সকাল থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকছিল। এর প্রভাবেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়ে বৃষ্টি শুরু হয়। এমনই জানান রবীন্দ্রবাবু।

আগামী ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছেন তিনি। দফায় দফায় বৃষ্টি চলতে পারে সমগ্র দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here