২২ ঘণ্টা ঘেরাও থাকলেন রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ামক। কিন্তু পড়ুয়াদের দাবি মানা হল কি না বোঝা গেল না। স্নাতক স্তরে ভর্তির জন্য যে তালিকা প্রকাশ হয়েছিল, তা স্বচ্ছ নয় বলে অভিযোগ জানিয়ে গতকাল থেকেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুই অধিকর্তাকে ঘেরাও করে রাখে পড়ুয়ারা। মেধা তালিকায় প্রাপ্ত নম্বরের উল্লেখ সহ বেশ কিছু দাবি ছিল ছাত্রদের।
শনিবার সকাল ১১ টা নাগাদ একটি জিবি করে ছাত্ররা। তারপর তাদের ৬ জন প্রতিনিধি রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেন। তারপরই উঠে যায় ঘেরাও। তারা জানায় আপাতত আন্দোলন স্থগিত রাখছে ৯ তারিখ পর্যন্ত। কারণ কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে। যদিও কর্তৃপক্ষের বক্তব্য, কোনও দাবি মানা হয়নি।
আগে যেমন ঠিক ছিল, সেভাবেই এদিন থেকে কাউন্সিলিং শুরু হয় বিশ্ববিদ্যালয়ে। ৯ তারিখ প্রকাশিত হবে চূড়ান্ত মেধা তালিকা। গত বছর থেকেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। তাদের পদ্ধতি ছাত্ররা ঠিকমত বোঝেননি বলেই কিছু সমস্যা হয়েছিল, তা মিটে গিয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।