Homeখবররাজ্যপ্রাথমিকে নিয়োগ দুর্নীতি: সিবিআইয়ের তালিকায় নাম দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষেরও

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: সিবিআইয়ের তালিকায় নাম দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষেরও

প্রকাশিত

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। সিবিআইয়ের হাতে এসেছে একটি তালিকা, যেখানে নাম রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষের। একই তালিকায় রয়েছেন তৃণমূল নেতারা—শওকত মোল্লা, মমতাবালা ঠাকুর-সহ আরও অনেকে।

সূত্রের খবর, গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়্যারহাউসে অভিযান চালিয়ে এই নথি উদ্ধার করেছিল সিবিআই। তদন্তকারীদের দাবি, ওই তালিকায় ৩২৪ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে, যাদের সুপারিশ করা হয়েছিল বিভিন্ন নেতার মাধ্যমে। তালিকায় সুপারিশকারীদের নাম, পদ ও পরিচয়ও লিপিবদ্ধ রয়েছে।

জানা যাচ্ছে, ওই নথিতে দেখা গিয়েছে, দিব্যেন্দু অধিকারীর নামের পাশে ‘এমপি’ (সাংসদ) লেখা রয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। ভারতী ঘোষের নামের পাশে ‘এসপি’ (পুলিশ সুপার) লেখা রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রাক্তন পুলিশ সুপার ভারতীও পরবর্তীতে বিজেপিতে যোগ দেন। মমতাবালা ঠাকুর, যিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ, তাঁর নামের পাশে ২০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে।

তালিকায় আরও রয়েছেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, বীণা মণ্ডল, শওকত মোল্লা, শ্যামল সাঁতরা, রমেন্দ্রনাথ বিশ্বাস এবং গুলশন মল্লিক। কিছু নথিতে ‘রিসিভড অ্যাট অফিস’ লেখা রয়েছে, যা তদন্তকারীদের মতে, কিছু নাম সরাসরি কোনও দফতরে সুপারিশ করা হয়েছিল বুঝতেই এই চিহ্নিতকরণ।

আনন্দবাজার অনলাইন-এর রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া দিয়েছেন মমতাবালা ঠাকুর। তিনি বলেন, “পুরোটাই চক্রান্ত। আমি কোনও অন্যায়ের সঙ্গে যুক্ত নই।” তবে সিবিআই তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে এই তালিকা আরও বিতর্ক উসকে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সাম্প্রতিকতম

ইলন মাস্কের ‘গ্রক’ ভারতে বিতর্কের ঝড় তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই নিরপেক্ষ?

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট 'গ্রক' ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক প্রসঙ্গ ও অকপট উত্তরের কারণে এটি প্রশ্নের মুখে। এআই কি সত্যিই নিরপেক্ষ?

সুস্বাদু ও স্বাস্থ্যকর! দুশ্চিন্তা, খাই খাই ভাব কমায় পেস্তাবাদাম

পেস্তাবাদাম শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও! এটি হার্টের বন্ধু, ক্যানসার প্রতিরোধে সহায়ক ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। জেনে নিন পেস্তার অসাধারণ উপকারিতা।

হাওড়ার বেলগাছিয়ায় ধস: পাইপলাইন সংস্কার নাকি ভাগাড়ের মিথেন গ্যাস? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণ কী? পাইপলাইন সংস্কারের গাফিলতি নাকি ভাগাড়ে জমে থাকা মিথেন গ্যাস? বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক তরজায় তোলপাড় হাওড়া।

দক্ষিণবঙ্গে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও কাল থেকে আবহাওয়া উন্নতি হবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে আপাতত তীব্র গরমের আশঙ্কা নেই।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও কাল থেকে আবহাওয়া উন্নতি হবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে আপাতত তীব্র গরমের আশঙ্কা নেই।

ফ্ল্যাট কেনার আগে সতর্ক থাকুন! রেরা রেজিস্ট্রেশন না থাকলে মিলবে না গৃহঋণ

পশ্চিমবঙ্গে রেরা রেজিস্ট্রেশন ছাড়া আবাসন প্রকল্পে ব্যাঙ্ক ঋণ বন্ধের সিদ্ধান্ত। গৃহঋণ পেতে হলে রেরা অনুমোদিত ফ্ল্যাট কিনতেই হবে।

ওবিসি সার্টিফিকেট সমস্যার সমাধান হলেই রাজ্যে লক্ষাধিক নিয়োগ: মমতা

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জট কাটলেই পশ্চিমবঙ্গে ২-৩ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে