কলকাতা: কৃষি আইন (Farm laws) নিয়ে বিক্ষোভের আঁচ পৌঁছালো সংশোধনাগারে। রবিবার থেকে অনশনে বসলেন রাজনৈতিক বন্দিরা।
দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের রাজনৈতিক বন্দিরা এ দিন সকাল থেকে ‘অনশন’ করছেন। পাশাপাশি, আগামী সোমবার বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিরাও অনশন করবেন।
জানা যায়, এ দিন সকাল থেকে দমদমে অনশন করছেন ১০ জন রাজনৈতিক বন্দি, বহরমপুরে করবেন আট জন। তাঁদের অভিযোগ, কর্পোরেটদের সঙ্গে হাত মিলিয়ে কৃষকদের স্বার্থে আঘাত করতেই নতুন আইনগুলি নিয়ে এসেছে সরকার।
বন্দিদের অভিযোগ, করোনাভাইরাস অতিমারি এবং লকডাউনের সুযোগ ব্যবহার করে সরকার নতুন তিনটি কৃষি আইন পাশ করিয়ে নিয়েছে। সংসদের মতো জায়গায় কেন্দ্রীয় সরকার কারচুপি করেছে। এখন কৃষকরা দিনের পর দিন সেই আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেও সরকারের কোনো হেলদোল নেই।
এ ব্যাপারে মানবাধিকার সংগঠন এপিডিআর-এর পক্ষে রঞ্জিত শূর বলেন, “দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে দমদম জেলের রাজনৈতিক বন্দিরা আজ অনশন করছেন। নতুন কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কৃষকদের আন্দোলনে আমরা তাঁদের পাশে রয়েছি”।
আরও পড়তে পারেন: রেডিওতে নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’, থালা বাজিয়ে প্রতিবাদ কৃষকদের