jadavpur production house

কলকাতা: এক প্রোডাকশন ম্যানেজারকে গ্রেফতারের দাবিতে যাদবপুর থানার সামনে বিক্ষোভ জুনিয়র আর্টিস্টদের৷ ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে যাদবপুর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ জুনিয়র আর্টিস্টদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে৷

বুধবার গভীর রাত পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওয়েব সিরিজের শুটিং করছিল, ‘আই ওয়াশ প্রোডাকশন’ নামক একটি সংস্থা৷ রাত দু’টো থেকে তিনটে পর্যন্ত হওয়া শুটিং-এ মোট ১২৫ জন জুনিয়র আর্টিস্ট ছিলেন। শুটিং শেষ হওয়ার পর তাঁদের বাড়ি ফেরার কথা৷

জুনিয়র আর্টিস্টদের অভিযোগ, রাতে বাড়ি ফেরার জন্য গাড়ির ব্যবস্থা করা হবে, এমন আশ্বাস দেওয়া হলেও সেটা করা হয়নি। এমনকি শুটিং-এর প্রাপ্য টাকাও তাঁদের দেওয়া হয়নি বলে অভিযোগ। ভোর পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যলয়েই তাঁদের অপেক্ষা করতে হয়৷ তার পর সেখান থেকেই তাঁরা সকলে যাদবপুর থানায় আসেন ৷

তাঁদের দাবি, গভীর রাত পর্যন্ত শুটিং থাকলে বাড়ি ফেরার ক্ষেত্রে গাড়ির ব্যবস্থা থাকে৷ এ দিন রাতে কোনো ব্যবস্থা ছিল না৷ ফলে বাধ্য হয়ে বিশ্ববিদ্যায়ের রাস্তাতেই তাঁদের অপেক্ষা করতে হয়৷ এই ঘটনায় প্রকাশ্যেই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র আর্টিস্টরা৷ কেন এমন হল তা খতিয়ে দেখছে পুলিশ৷ প্রোডাকশন কর্তৄপক্ষকেও জিজ্ঞাসাবাদ করবেন তাঁরা ৷

তবে এই ঘটনার দায় নিজেদের ঘাড়ে নিতে চায়নি ওই প্রযোজনা সংস্থা। তাদের পালটা দাবি, যে ঠিকাদার সংস্থা এই জুনিয়র আর্টিস্টদের দিয়েছিল, তারা বলেছিল বাড়ি ফেরার ব্যবস্থা তারাই করে দেবে। সে জন্যই কর্তৃপক্ষ গাড়ির কোনো ব্যবস্থা রাখেনি। বৃহস্পতিবারই আর্টিস্টদের সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ওই সংস্থার কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here