বর্ধমান: কালীপুজোর রাতে বর্ধমানের কালনা-কাটোয়া এসটিকেকে রোডে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, রাত আনুমানিক ৯টা নাগাদ গৌরাঙ্গ পাড়ার কাছে একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে নাদানঘাট থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে রয়েছেন সেলিম মোল্লা, বাক্কার মণ্ডল, নওয়াজ মণ্ডল এবং আরিফ শেখ। এঁদের মধ্যে সেলিম মোল্লা, বাক্কার মণ্ডল ও নওয়াজ মণ্ডল সমুদ্রগড়ের ডাঙাপাড়ার বাসিন্দা, আর আরিফ শেখ পারুলডাঙার বাসিন্দা। এছাড়া, পদ্মা দাস নামে এক মহিলা গুরুতর আহত হয়েছেন এবং তাঁকে দ্রুত কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ থেকে বাড়ি ফিরছিলেন ৪ জন যাত্রী। সেই সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় তাদের বাইকটির। সংঘর্ষের ফলে ঘটনাস্থলের কাছে থাকা পদ্মা দাস নামে এক মহিলা পথচারীও জখম হন। প্রত্যেককেই কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ৪ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।