Homeরাজ্যপূর্ব মেদিনীপুরমেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু, চারজনের অবস্থা সঙ্কটজনক, অভিযোগ স্যালাইনের মান নিয়ে

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু, চারজনের অবস্থা সঙ্কটজনক, অভিযোগ স্যালাইনের মান নিয়ে

প্রকাশিত

মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনের বিভ্রাটকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। শুক্রবার সকালে এক প্রসূতির মৃত্যু হয়েছে। আরও চারজন প্রসূতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পরিবারের অভিযোগ, সন্তানের জন্মের পরই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। প্রস্রাবের সঙ্গে রক্তপাত, শারীরিক দুর্বলতা—সব কিছুর জন্যই স্যালাইনের মান খারাপ হওয়াকেই দায়ী করছেন আত্মীয়রা।

কেউ দাবি করেছেন, স্যালাইনের মধ্যে ছত্রাক ছিল। আবার কারও বক্তব্য, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার থেকেই সমস্যার কথা সামনে আসে। আত্মীয়দের অভিযোগ, সন্তানের জন্ম দেওয়ার পর প্রথমে কিছু জানানো হয়নি। পরে জানা যায়, প্রসূতিদের রক্তক্ষরণ থামছে না। এছাড়া সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও বিভিন্ন অজুহাতে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।

এক আত্মীয় দাবি করেন, “অপারেশন করেছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে কোনও সিনিয়র ডাক্তার ছিলেন না। এটি অবহেলার একটি উদাহরণ।”

হাসপাতালের মেডিক্যাল বোর্ড ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও রিপোর্ট আসার আগে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব নয়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্যালাইনের মান খারাপ থাকার কারণেই এই ঘটনা ঘটেছে।

এর আগে কলকাতার এসএসকেএম ও এনআরএস হাসপাতালেও স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। কর্নাটকেও সম্প্রতি স্যালাইনের কারণে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, “একটি মেডিক্যাল কলেজেই যদি স্যালাইনের সমস্যা থাকে, তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা?” তিনি আরও অভিযোগ করেছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে সরকার কোনও শিক্ষা নেয়নি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক সংবাদমাধ্যমকে বলেন, “ওষুধ ও স্যালাইনের মান নিয়ে বারবার অভিযোগ উঠছে। নজরদারি আরও বাড়াতে হবে। সজাগ না হলে এমন ঘটনা বাড়বে।”

সাম্প্রতিকতম

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

আরও পড়ুন

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধর্ষণ এবং খুনে অভিযুক্তকে পিটিয়ে খুন

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রামের মহিলারা গণপিটুনিতে হত্যা করেছেন বলে অভিযোগ। মহিলার মৃত্যুর পর এই ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্দির অসম্পূর্ণ, তবে রথ প্রস্তুত, দিঘায় এবার প্রথম রথযাত্রা

বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরের পাশেই কড়া নিরাপত্তায় তিনটি রথের কাঠামো দেখা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ওড়িশা থেকে দক্ষ কারিগর এনে এই রথগুলি নির্মাণ করা হয়েছে। প্রতিটি রথের উচ্চতা প্রায় ১৫ ফুট।

বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, বুধবার ১২ ঘণ্টার ময়না বন্‌ধের ডাক শুভেন্দুর

ময়না: বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগের ঘটনায় আগামীকাল পূর্ব মেদিনীপুরের ময়না...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে