Homeরাজ্যপূর্ব মেদিনীপুরনন্দীগ্রামে রাম মন্দির নির্মাণের ঘোষণা শুভেন্দুর, জমি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

নন্দীগ্রামে রাম মন্দির নির্মাণের ঘোষণা শুভেন্দুর, জমি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

প্রকাশিত

নন্দীগ্রামে রাম মন্দির নির্মাণ করবেন  রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জানান, অযোধ্যার রাম মন্দিরের আদলে এই মন্দিরটি গড়ে উঠবে। আগামী ৬ এপ্রিল রামনবমীর দিনে সকাল ১০টায় মন্দিরের শিলান্যাস করবেন তিনি।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রায় চার বিঘা (১.৫ একর) জমিতে মন্দিরটি নির্মাণ করা হবে। এই জমি অধিকারীর নামে রয়েছে। তিনি সকলকে রামনবমীর দিন সকাল ৯.৩০টায় স্নান সেরে তিলক পরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

তৃণমূলের অভিযোগ

তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ থাকাকালীন এমপিএলএডি (MPLAD) তহবিল থেকে নন্দীগ্রামের শহীদ পরিবারের জন্য হাসপাতাল তৈরির উদ্দেশ্যে এই জমি কম দামে কিনেছিলেন। তৃণমূলের নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের অভিযোগ, “এই জমিটি সুনীল মন্ডল ও পূর্ণিমা মন্ডলের কাছ থেকে খুব কম দামে কেনা হয়েছিল এবং শহীদ পরিবারের জন্য হাসপাতাল নির্মাণের কথা ছিল। কিন্তু এখন সেখানে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বাপ্পাদিত্য আরও বলেন, “সুভেন্দু একসময় দাবি করেছিলেন যে সোনাচুরায় শহীদদের জন্য একটি হাসপাতালের জন্য এমপিএলএডি তহবিল থেকে ১৪ লক্ষ টাকা খরচ করে জমি কেনা হয়েছে। এছাড়াও, ভাঙ্গাবেরিয়ায় শহীদ পার্ক তৈরির জন্য প্রায় ১ লক্ষ টাকা খরচ করা হয়েছিল।”

বিজেপির প্রতিক্রিয়া

তৃণমূলের অভিযোগের জবাবে নন্দীগ্রাম বিজেপির নেতা মেঘনাদ পাল বলেন, “শুভেন্দু অধিকারী স্বাধীনভাবে সোনাচুরায় শহীদ স্মারক নির্মাণ করেছেন এবং নন্দীগ্রামের জমি আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূল এখানে রাম মন্দির নির্মাণের বিরোধিতা করছে এবং অযথা বিতর্ক তৈরি করতে চাইছে।”

উল্লেখ্য, নন্দীগ্রামে রাম মন্দির নতুন নয়। ১৮০৩ খ্রিস্টাব্দে নির্মিত জনকীনাথ মন্দিরকেও নন্দীগ্রামের প্রাচীনতম রাম মন্দির হিসেবে ধরা হয়। সেখানে রামের মূর্তি তির-ধনুক ছাড়াই রয়েছে। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে এই মন্দিরের পৃষ্ঠপোষক।

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের ঘোষণা করেন। আগামী ৩০ এপ্রিল ২২ একর জমির ওপর গড়ে উঠছে রাজ্যের সর্ববৃহৎ মন্দিরটি। শুভেন্দুর রাম মন্দির নির্মাণের ঘোষণাকে তৃণমূল সেই ঘোষণার পাল্টা হিসেবে দেখছে।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু, চারজনের অবস্থা সঙ্কটজনক, অভিযোগ স্যালাইনের মান নিয়ে

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনের বিভ্রাটে প্রসূতির মৃত্যু এবং চারজনের আশঙ্কাজনক অবস্থা। পরিবারের অভিযোগ, স্যালাইনের গুণগত মানেই মৃত্যুর কারণ।

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধর্ষণ এবং খুনে অভিযুক্তকে পিটিয়ে খুন

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রামের মহিলারা গণপিটুনিতে হত্যা করেছেন বলে অভিযোগ। মহিলার মৃত্যুর পর এই ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্দির অসম্পূর্ণ, তবে রথ প্রস্তুত, দিঘায় এবার প্রথম রথযাত্রা

বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরের পাশেই কড়া নিরাপত্তায় তিনটি রথের কাঠামো দেখা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ওড়িশা থেকে দক্ষ কারিগর এনে এই রথগুলি নির্মাণ করা হয়েছে। প্রতিটি রথের উচ্চতা প্রায় ১৫ ফুট।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে