দিঘা: মৎস্যজীবীদের জালে উঠল বিরল প্রজাতির চিরুনি ফাল। বিশালাকৃতির এই সামুদ্রিক মাছের দেখা সাধারণত গভীর সমুদ্রে মেলে। রবিবার সকালে দিঘা মোহনা বাজারে এই মাছ দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

জানা গিয়েছে, এই মাছ এদিন দিঘা মোহনার কাছে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। ওড়িশার পারাদ্বীপের কাছে একটি ট্রলারে ধরা পড়ে বিরল প্রজাতির এই চিরুনি ফাল। রবিবার সকালে দিঘা মোহনার জিকেডি আড়তে আসে মাছটি। যার ওজন ৫০০ থেকে ৫৫০ কিলো।

এই মাছের পাখনা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। ফলে আন্তর্জাতিক বাজারে এই মাছের বিরাট চাহিদা রয়েছে। বিরল প্রজাতির হওয়ায় এই মাছের খুব কমই দেখা মেলে। বিরল এই মাছের খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভিড় করেন। অনেকে ছবিও তুলতে থাকেন।

তবে দিঘায় মোহনায় যে এ বারই প্রথম বিরল মাছ জালে উঠেছে, এমনটা কিন্তু নয়। এর আগেও একাধিক বার বিভিন্ন বিরল মাছ মৎস্যজীবীদের জালে উঠেছে। যা প্রচুর দামে বিক্রিও হয়।
আরও পড়ুন: বাথরুমে যেতে চাইতেই মত্ত বাবার চড়, আনন্দপুরে শিশু খুনে উঠে এল আরও তথ্য