প্রতারণার অভিযোগ, বিধায়ক সোহমের এফআইআরের ভিত্তিতে গ্রেফতার আপ্ত-সহায়ক

0

চণ্ডীপুর (পূর্ব মেদিনীপুর): তাঁর আপ্ত-সহায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। তার ভিত্তিতেই গ্রেফতার করা হল অভিযুক্ত সেই আপ্ত-সহায়ক সজল মুখোপাধ্যায়কে।

হুগলির কোন্নগরের বাসিন্দা সজলকে সোমবার চণ্ডীপুরের একটি ভাড়াবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে তমলুক মহকুমা আদালতে তোলা হবে বলে চণ্ডীপুর থানা সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোহম জানান, বছর খানেক আগে আপ্ত-সহায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর সজলকে একটি প্রাইভেট গাড়ি ব্যবহার করতে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই গাড়ি এখনও ‘উধাও’। বিধায়কের অভিযোগ, বার বার গাড়িটি ফেরত চাওয়ার পরেও দেয়নি সজল। সোহমের সন্দেহ, হয়তো গাড়িটি বিক্রি করে দিয়েছেন সজল। এই সন্দেহের বশেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেতা।

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার করে চণ্ডীপুর এবং আশপাশের এলাকা থেকে বিপুল টাকার তোলারও অভিযোগ উঠেছে সজলের বিরুদ্ধে। স্থানীয়দের একাংশের অভিযোগ, নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করতেন তিনি। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে অনেক দিন ধরেই ক্ষোভ দানা বেঁধেছিল। সূত্রের খবর, এই সব অভিযোগ বিধায়ককের কানে যাওয়ার পরেই অভিযোগ দায়ের করেছেন তিনি।

পুলিশের তরফে জানানো হয়েছে, বিধায়কের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। প্রতারণা-কারবারে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়তে পারেন

ভোবানীপুরের হোটেলে উদ্ধার অপহৃত স্বর্ণব্যবসায়ীর দেহ

বসন্ত জাগ্রত দ্বারে! বিদায় নিতে চলেছে শীত

এক লাফে ৩০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ, সাড়ে তিনশোর নীচে মৃত্যু

বুধবার থেকে খুলছে ছোটোদের স্কুল, নীতিনির্দেশ তৈরি করল শিক্ষা দফতর

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.