Homeরাজ্যপূর্ব মেদিনীপুরমন্দির অসম্পূর্ণ, তবে রথ প্রস্তুত, দিঘায় এবার প্রথম রথযাত্রা

মন্দির অসম্পূর্ণ, তবে রথ প্রস্তুত, দিঘায় এবার প্রথম রথযাত্রা

প্রকাশিত

দিঘায় জগন্নাথদেবের মন্দির নির্মাণের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, মূর্তির প্রাণপ্রতিষ্ঠা কবে হবে তাও নিশ্চিত নয়। এর মাঝেই, রবিবার দিঘায় প্রথমবারের মতো জগন্নাথদেবের রথযাত্রা আয়োজনের ঘোষণা করেছে প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য তিনটি রথের কাঠামো তৈরির কাজ সম্পন্ন হয়েছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে রথ-সড়ক তৈরির কাজ চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে, রবিবার নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের চত্বর থেকে যাত্রা শুরু করে পুরনো দিঘার জগন্নাথ ঘাটের পুরনো মন্দিরে তা শেষ হবে।

বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরের পাশেই কড়া নিরাপত্তায় তিনটি রথের কাঠামো দেখা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ওড়িশা থেকে দক্ষ কারিগর এনে এই রথগুলি নির্মাণ করা হয়েছে। প্রতিটি রথের উচ্চতা প্রায় ১৫ ফুট। রথগুলির মধ্যে একটি গাঢ় সবুজ, একটি কমলা এবং অন্যটিতে হলুদ রঙের প্রলেপ দেওয়া হয়েছে। রথের মাথায় চূড়া বসানো হয়েছে। পুরীর রথের আদলে তৈরি দিঘার রথের চূড়াগুলিকে শেষ মুহূর্তে রঙিন কাপড়ে মুড়ে ফেলা হবে। ইতিমধ্যেই রাজস্থানের বংশী পাহাড়পুর থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি চলে এসেছে, তবে সেগুলির মোড়ক এখনও খোলা হয়নি। মন্দিরের অন্দরসজ্জার কাজ শেষ হওয়ার পরেই মূর্তিগুলিকে স্থাপন করা হবে। তবে কার হাত ধরে রথের উদ্বোধন হবে এবং কী ভাবে গোটা পর্ব সম্পন্ন হবে, সে বিষয়ে দিঘা উন্নয়ন পর্ষদ এখনো মুখ খুলছে না। ধোঁয়াশা থাকায় প্রকাশ্যে কিছু বলছে না জেলা প্রশাসনও।

তিন দিন পরেই রথযাত্রা, আলোকচিত্রী রাজীব বসুর ক্যামেরায় কলকাতার প্রস্তুতি

জেলা প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে, এ বারের রথযাত্রা ঘিরে মেলার আয়োজন না হলেও, রথ-সড়কের আশপাশের সমস্ত অস্থায়ী দোকান ও ঝুপড়ি সরিয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিনিয়ত মাইকে প্রচার করে রথ-সড়ক ও আশপাশের এলাকায় অবৈধ ভাবে দোকান বাঁধতে নিষেধ করা হচ্ছে। প্রস্তাবিত রথ-সড়কটিকে প্রয়োজন মতো চওড়া করে দ্রুত রথ চলাচলের উপযোগী করে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে। এর জন্য রাস্তার পাশে থাকা লাইটস্ট্যান্ডগুলিকে উপড়ে ফেলা হচ্ছে। পাশাপাশি জল-কাদা ঠেলে রোলার চালিয়ে লাল মাটি ফেলে রাস্তাটিকে দ্রুত মেরামত করা হচ্ছে। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই কাজ শেষ করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কর্মীরা।

এবারের রথযাত্রা দিঘার ঐতিহ্যকে নতুন রূপে প্রকাশ করার একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এবং পর্যটকরা এই নতুন আয়োজনে আশাবাদী। দিঘার ‘অসম্পূর্ণ’ জগন্নাথ মন্দিরে রথযাত্রা নিয়ে উত্তেজনা ও কৌতূহল এখন চরমে।

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

বিশ্বের মোট ডায়াবেটিস রোগীর এক-চতুর্থাংশই ভারতে: ল্যানসেট রিপোর্ট

গোটা বিশ্বে এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে মধুমেহ বা ডায়াবেটিস রোগ। প্রতি বছর ১৪...

এ বার বাতাসের গুণমান জানিয়ে দিচ্ছে গুগল ম্যাপস

আজকাল সব দেশের মানুষই কমবেশি বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে হাজির...

ভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম...

পরিবহনমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা বিমানবন্দরে র‌্যাপিডোর নতুন ‘এয়ারপোর্ট ক্যাব সার্ভিস’ উদ্বোধন

কলকাতা: ভারতের বৃহত্তম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম র‌্যাপিডো (Rapido) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) মিলে...

আরও পড়ুন

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধর্ষণ এবং খুনে অভিযুক্তকে পিটিয়ে খুন

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রামের মহিলারা গণপিটুনিতে হত্যা করেছেন বলে অভিযোগ। মহিলার মৃত্যুর পর এই ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, বুধবার ১২ ঘণ্টার ময়না বন্‌ধের ডাক শুভেন্দুর

ময়না: বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগের ঘটনায় আগামীকাল পূর্ব মেদিনীপুরের ময়না...

‘পিসি-ভাইপোকে গ্যারাজ করব’, নন্দীগ্রাম দিবসে হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা চন্দ্রিমা

নন্দীগ্রাম যাওয়ার পথেই শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে