Amit Shah purulia

শুভদীপ চৌধুরী, পুরুলিয়া: ২০১৬ সালে রঘুনাথপুরের জনসভার পর দ্বিতীয়বার পুরুলিয়া জেলায় সভা করতে চলেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। বিজেপির ওবিসি মোর্চার তিন সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে আগামী ২৮ জুন সর্বভারতীয় এই নেতা সভা করতে চলেছেন পুরুলিয়ার শিমুলিয়া ময়দানে। দলের সর্বোচ্চ নেতার সভাকে সফল করতে স্বাভাবিক ভাবেই উঠেপড়ে লেগেছেন জেলা বিজেপি নেতৃত্ব। অমিতের যাত্রাপথের প্রায় সর্বত্রই ফ্লেক্স, ব্যানার দিয়ে মুড়ে ফেলছেন দলীয় কর্মীরা। একই ভাবে পুলিশ-প্রশাসনের তরফেও বাড়তি সক্রিয়তা নজর এড়াচ্ছে না সাধারণ মানুষের।

Amit Shah purulia

অন্য দিকে প্রত্যহ শিমুলিয়া ময়দানের সভাস্থল ঘুরে দেখতে আসছেন বিজেপির রাজ্যস্তরের বিভিন্ন নেতা-নেত্রীরা। মঙ্গলবার এই সভাস্থল পরিদর্শনে এলেন বিজেপি রাজ্যনেতা মুকুল রায়।

জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২৮ জুন, বৃহস্পতিবার সৈনিক স্কুলের হেলিপ্যাডে নেমে পুরুলিয়া ১ নম্বর ব্লকের লাগদা গ্রামের বুথ কমিটির সঙ্গে বৈঠক করবেন অমিত, এর পর তিনি সভাস্থলে উপস্থিত হবেন। বিজেপি জেলা নেতৃত্ব জানান, এ দিন সভাস্থলে ভিড়ের সংখ্যা এক লক্ষেরও বেশি হতে পারে। তাই সভাস্থলের বিভিন্ন জায়গায় মোট ১২টি এলইডি টেলিভিশনের ব্যবস্থা থাকবে, যাতে সকলে অমিতের বক্তৃতা শুনতে পারেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here