jay biswas, dismissed sp of purulia

শুভদীপ চৌধুরী, পুরুলিয়া: শাসক দলের কথা মেনে চলতে গিয়ে এ বার নিজেই নিজের পদ খোয়ালেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার জয় বিশ্বাস। জেলায় পর পর দু’জন বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সবাই যখন হতবাক, কেউই যখন এই মৃত্যুর কুলকিনারা ঠাহর করতে পারছে না, বিজেপি যখন বলছে এই মৃত্যু আদতে খুন, ঠিক সেই সময় পুলিশ সুপার জয় বিশ্বাস দাবি করে বসলেন, দু’টি ঘটনাই আত্মহত্যার ঘটনা। দুই যুবকের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তারই জেরে এই অপসারণ বলে মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল।

অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই শনিবার পুলিশ সুপার জয় বিশ্বাস বলেন, দু’টি মৃত্যুর ঘটনাই আত্মহত্যা, কোনো রকম রাজনৈতিক কারণ এর পেছনে নেই। সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা ঘটা করে জানানোর কিছুক্ষণের মধ্যেই নবান্ন থেকে নির্দেশ আসে। তাঁকে জেলার পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে স্টেট অকজিলিয়ারি ফোর্সের নাইন্থ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার পদে বসানো হয়েছে। জয় বিশ্বাসের জায়গায় এসেছেন সিআইডিতে স্পেশাল সুপারের পদে থাকা আকাশ মাগারিয়া (ছবিতে)।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here