পুরুলিয়া
পুরুলিয়ার মিছিল থেকে তৃণমূল-বিজেপিকে বার্তা অধীররঞ্জন চৌধুরীর
“বাংলায় পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কংগ্রেস”, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি।


পুরুলিয়া: ভোটের পারদ ক্রমশ চড়ছে বাংলায়। শনিবার পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্র কংগ্রেস কমিটির মিছিলে হাঁটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। মিছিল শেষে তিনি বলেন, আগামী বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কংগ্রেস।
অধীর বলেন, “রাজ্যের ভবিষ্যৎ পরিবর্তন হবে। বাংলায় পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কংগ্রেস। দু’টো দল নিজেদের মধ্যে বাংলার রাজনীতিকে ভাগাভাগি করে নিয়েছিল। যেন তারা ছাড়া আর কেউ নেই। বাংলাকে তৃণমূল-বিজেপিমুক্ত করতে হবে। এ দিনের এই মিছিল তাদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে”।
তিনি বলেন, “আগামী কয়েকমাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট (West Bangal Assembly Elections)। আজকের এই মিছিল জানান দিচ্ছে, কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কংগ্রেস (Congress) পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ নিয়ে নিজের ক্ষমতার পরিচয় দেবে। কংগ্রেস ফের নিজের ক্ষমতার বহির্প্রকাশ ঘটাবে”।
পাশাপাশি এ দিন টুইটারে কৃষি আইন নিয়ে বিজেপিকে এক হাত নিয়েছেন অধীর। তিনি লিখেছেন, “সংসদে যখন কংগ্রেস এই কৃষি বিলের বিরোধিতা করেছিল, তখন আমাদের কৃষক-বিরোধী আখ্যা দেওয়া হয়েছিল। এমনকী কৃষি বিল নিয়ে উত্তাল সংসদে আমাদের সদস্যদের সাসপেন্ডও করা হয়েছিল। এখন এই ইস্যুতেই কৃষকদের প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে সরকারকে”।
কেন্দ্রের শাসকদলের তীব্র সমালোচনা করে অধীর বলেন, “এখন কৃষকদের সঙ্গে আলোচনায় বাধ্য হচ্ছে সরকার…তারা শুধু পথে নেমে আন্দোলনের ভাষা বুঝতে পারে”।
আরও পড়তে পারেন: ‘আলোচনার শেষ দিন’, কেন্দ্রের সঙ্গে বৈঠক নিয়ে বললেন কৃষকরা
পুরুলিয়া
Bengal Polls 2021: তৃণমূল বলে ‘খেলা হবে’, পুরুলিয়ায় পাল্টা স্লোগানে বিঁধলেন নরেন্দ্র মোদী
তৃণমূল বলে,‘খেলা হবে’, বিজেপি কী বলে? সেটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার পুরুলিয়ার সভা থেকে ফের খেলা হবে স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বারবার সুর টেনে ‘দিদি’ বলে টেনে আনলেন ‘খেলা হবে’ স্লোগান।
এ দিন সভায় মোদী বলেন, “আজ বাংলার মানুষ বলছে, দিদি অত্যাচার অনেক করেছেন। ভয় দেখানোই আপনার অস্ত্র। এ বার রুখে দাঁড়াবে বাংলার মানুষ। মা দুর্গার আশীর্বাদে আপনাকে পরাস্ত করবে। মানুষের এই উৎসাহ-ই বলে দিচ্ছে, তৃণমূলের পরাজয় নিশ্চিত”।
এক নিশ্বাসেই তিনি বলে চললেন, ‘‘দিদি বলেন, খেলা হবে। বিজেপি বলে বিকাশ হবে। বিজেপি বলে শিক্ষা হবে। মহিলাদের উত্থান হবে। বিজেপি বলে যুবশক্তির সম্পূর্ণ বিকাশ হবে। চাকরি হবে। পরিষ্কার জল হবে। গ্রামে গ্রামে হাসপাতাল হবে। স্কুল হবে’’।
তাঁর কথায়, “বাংলার মানুষের জন্য দিনরাত এক করে কাজের সংকল্প থাকলে দিদি খেলা করা যায় না। আর সে জন্যই দিদি বলেন, খেলা হবে। দিদি বাংলার ভাইবোনেদের সঙ্গে ১০ বছর খেলেছেন। এ বার খেলা শেষ হবে। আর বিকাশ আরম্ভ হবে”।
গত সপ্তাহে নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের সভা থেকে মোদী কটাক্ষের সুরে বলেন, “দিদির চোট লেগেছে। আমরাও চিন্তা হয়। ভগবানের কাছে প্রার্থনা করি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন”।
এ দিনের বক্তৃতায় আগাগোড়া প্রধানমন্ত্রী আক্রমণ করেন মমতাকে। বলেন, “দলিত, আদিবাসী, বনবাসীদের কখনও নিজের ভাবেননি মমতা। করোনাকালে কেন্দ্রের দেওয়া সস্তার চালও লুঠ করেছে দিদির লোকেরা। বাংলায় অনুপ্রেবেশের পিছনেও তোষণের রাজনীতি রয়েছে। ১০ বছর ধরে বাংলায় তোষণের রাজনীতি চলছে”।
কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকারের পক্ষে সওয়াল করে মোদী বলেন, “বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে সব সমস্যার সমাধান হবে। পর্যটন শিল্প, হস্তশিল্পের বিকাশের সম্ভাবনাকেগুলিকে গুরুত্ব দেওয়া হবে”।
আরও পড়তে পারেন: ‘একটা বুথে হাজার ভোটার, হাজার জনই আমার সঙ্গে’, জনসংযোগে বেরিয়ে বললেন শুভেন্দু অধিকারী
পুরুলিয়া
অন্য রাজ্যে নতুন করে বাড়ছে করোনা, ভ্যাকসিন নিয়ে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘আমার কেন কোভিড হয়নি’, প্রশ্ন করে উত্তর দিলেন মমতা!


খবর অনলাইন ডেস্ক: বাংলায় না হলেও দেশের অন্যত্র নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে করোনা সংক্রমণ। মঙ্গলবার ছাতনার সভা থেকে করোনা ভ্যাকসিন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘আমার কেন কোভিড হয়নি’, প্রশ্ন করে উত্তর দিলেন মমতা
মমতা মনে করিয়ে দেন, “লকডাউনের সময় বাইরে আটকে পড়া মানুষকে ফেরাতে একটা টাকা দেয়নি। আমরা তিনশো ট্রেন বাড়া করে শ্রমিক, পড়ুয়াদের ঘরে ফিরিয়ে এনেছি। কোভিডের সময় বিজেপি ঘুমিয়ে পড়েছিল। এখন বিজেপি সব থেকে বড়ো দালাল। আমি রাস্তায় রাস্তায় ঘুরে গোল্লা কেটেছি। দোকানে-হাসপাতালে গেছি। আমার কোভিড কেন হয়নি জানি না! হয়তো মানুষের আশীর্বাদ, শুভেচ্ছার জন্যেই হয়নি। সব থেকে বেশি কোভিডের সময় আমরা ঘুরে ঘুরে মানুষের জন্য কাজ করেছি। মানুষকে বাঁচাতে, চিকিৎসা দিতে আমরা যাবতীয় কাজ করেছি”।
একই সঙ্গে তিনি বলেন, “কোভিডের সময় বাঁকুড়া থেকে কত মানুষ ভিন্ রাজ্যে আটকে পড়েছিলেন। বাস পাঠিয়ে তাঁদের ফিরিয়ে এনেছিলাম আমি। তখন কোথাও দেখা যায়নি বিজেপিকে”।
টিকার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মমতা, তবুও মেলেনি
তিনি বলেন, “আমাদের এখানে নেই, কিন্তু এখন আবার মহারাষ্ট্রে কোভিড বাড়ছে। মহারাষ্ট্রের নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলাম। অনুরোধ করেছিলাম, সবাইকে ইঞ্জেকশনটা (ভ্যাকসিন) দেওয়া হোক। ইঞ্জেকশনের যা দাম লাগবে, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সেই দাম দিয়ে দেব। ভোটের আগেই আমি মোদীকে চিঠি লিখেছিলাম। এখনও অনুমোদন দেয়নি”।
তাঁর হিসেবে, “১০ কোটি লোকের মধ্যে যদি তিন লক্ষ মানুষ পায়, আর বাদবাকিরা না পায়, তা হলে তো সমস্যা থেকেই যাবে। যখন দাম আমরা দিয়ে দেব বলছি, তখন তো সব মানুষ যাতে পায়, সেটা দেখতে হবে। তা হলেই তো নতুন করে কোভিড হবে না। সেটাও করবে না”।
ভোটের বাক্সে উলটে দিতে বললেন মমতা
বিজেপিকে একহাত নিয়ে বলেন, “এটা এমন একটা রাজনৈতিক দল, যারা শুধু দাঙ্গা লাগায়। লুঠপাট করে, গুন্ডামি করে আর টাকার ভাণ্ডার নিয়ে ঘুরে বেড়ায়। নোটবন্দি করে মানুষের টাকা লুঠ করে। আর হাজার হাজার টাকা নিজেরা লুঠ করে নির্বাচনের সময় সেই টাকা ছড়ায়। ৫০০, ১০০০ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে। মনে রাখবেন, এটা আপনাদের টাকা। সেই টাকা দিয়ে ভোট কিনতে চাইলে ভোটের বাক্সে উলটে দেবে”।
আরও পড়তে পারেন: পায়ে যন্ত্রণা নিয়েই বাংলাকে রক্ষা করার জন্য আমাকে আসতে হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
পুরুলিয়া
Bengal Polls 2021: পায়ে যন্ত্রণা নিয়েই বাংলাকে রক্ষা করার জন্য আমাকে আসতে হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
আমি আঘাতের কাছে নই, আমার কাছে আঘাত হেরে যাবে, বললেন মমতা।


খবর অনলাইন ডেস্ক: বাঁকুড়ার ছাতনাতেও হুইলচেয়ারে বসেই সভা করলেন তৃণমূলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মঙ্গলবার সভার শুরুতেই তিনি বলেন, “আমাকে খুব কষ্ট করেই আসতে হচ্ছে। এখন যদি না আসি, তা হলে বিজেপি, আরএসপির হার্মাদরা বাংলাকে শেষ করে দেবে। তাই আমাকে আসতে হচ্ছে। আমি আঘাত খেতে খেতেই বেঁচে আছি। যত দিন আমি বাঁচব, আঘাত আমার কাছে হেরে যাবে। বাংলা মাকে রক্ষা করার জন্য আমাকে কষ্ট সহ্য করতেই হবে। এই ভোটটা আমার ভোট, মানে আমরা থাকব কি না। দিল্লির ভোট নয়, বিজেপির ভোট নয়।”।
একই সঙ্গে তিনি বলেন, “পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, কারণ মানুষের পায়ের হাড়ই সবচেয়ে মোটা হাড়। অনেকটা রক্তও জমে রয়েছে”।
বাঁকুড়ার উন্নয়নের কথা তুলে ধরে মমতা বলেন, “বাঁকুড়ার ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। বোর্ডের পরীক্ষায় একেবারে উপরের দিকে তাঁদের নাম থাকে। এখানে বিশ্ববিদ্যালয় করে দিয়েছি আমরা”।
নারী ক্ষমতায়ন প্রসঙ্গে মমতা বলেন, “স্বাস্থ্যসাথী কার্ডের অভিভাবক মেয়েরা। কারণ, মেয়েরাই ঘরে-বাইরে সব কিছু সামলাচ্ছেন। ফলে পরিবারের অভিভাবক তিনিই। মেয়েরা তাঁদের বাবা-মায়ের চিকিৎসাও এই কার্ডে করাতে পারেন। ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী হবে। মা-বোনেদের নিজের পায়ে দাঁড়াতে ২৫ হাজার কোটি টাকা ঋণ দেব আমরা”।
এ দিনের সভা থেকে মমতার বিস্ফোরক অভিযোগ, ‘‘নির্বাচন কমিশনের প্রতি সম্মান জানিয়েই বলছি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীই তাদের কাজে হস্তক্ষেপ করছেন। আমার সন্দেহ, তিনিই সব কিছু চালাচ্ছেন। এমন যদি চলতে থাকে, তা হলে দেশটা বিক্রি হয়ে যাবে’’।
আরও পড়তে পারেন: নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ, ভ্যাকসিন নিয়ে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
রাজ্য2 days ago
স্বাগত ১৪২৮, জীর্ণ, পুরাতন সব ভেসে যাক, শুভ হোক নববর্ষ
-
কলকাতা2 days ago
মাস্ক থাকলেও কালীঘাট-দক্ষিণেশ্বরে শারীরিক দুরত্ব চুলোয়, গা ঘেষাঘেঁষি করে হল ভক্ত সমাগম
-
রাজ্য2 days ago
Bengal Polls 2021: ভয়াবহ কোভিড সংক্রমণের মধ্যে কী ভাবে ভোট, শুক্রবার জরুরি সর্বদল বৈঠক ডাকল কমিশন
-
কোচবিহার2 days ago
Bengal Polls 2021: শীতলকুচির গুলিচালনার ভিডিও প্রকাশ্যে, সত্য সামনে এল, দাবি তৃণমূলের