একসময়ের ব্রিটিশ শাসকদের নিপীড়নের প্রতীক নীল চাষ আজ নতুন দিগন্ত খুলে দিচ্ছে পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত টুক্যা গ্রামে। শতাধিক বছর পর এই অঞ্চলে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শুরু হয়েছে নীল চাষ, যার লক্ষ্য পুরুলিয়ার তাঁত শিল্পকে পুনরায় উজ্জীবিত করা। অর্গানিক পদ্ধতিতে চাষ করা এই নীল রং এখন তাঁতের কাপড়ে ব্যবহৃত হচ্ছে, যা বাজারে প্রচুর চাহিদা তৈরি করেছে।
পুরুলিয়ার মাটি নীল চাষের জন্য অত্যন্ত উপযুক্ত, কৃষি বিশেষজ্ঞদের এমনই মত। একবার চাষ করলে তিন বার নীল উৎপাদন সম্ভব হওয়ায় ধান, গমের মতো ফসলের চেয়ে নীল চাষে লাভ বেশি হচ্ছে। এই কারণে, অনেকেই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে নিজেদের চাষের জমিতে শুরু করেছেন নীল চাষ।
পুরুলিয়ার টুক্যা গ্রামের আদিবাসী কৃষকরা কোনরকম রাসায়নিক ব্যবহার না করে, সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে নীল চাষ করছেন। এই প্রাকৃতিক নীল রং তাঁত শিল্পে ব্যবহার করায় কাপড়ের গুণগত মান ও চাহিদা দুটোই বেড়েছে। ফলে স্থানীয় কৃষক ও তাঁতশিল্পীরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।
এই নীল চাষ পুরুলিয়ার মানুষের কাছে নতুন আয়ের উৎস হয়ে উঠছে। গ্রামবাসীরা নিজেদের জমিতে নীল চাষ করে স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন। পুরুলিয়ার তাঁত শিল্পে এই নীল রঙের পুনর্জাগরণ এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, যা আদিবাসী জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ পারে।