প্রায় সাড়ে চার মাস পর ফের কেঁপে উঠল কলকাতা। আগের বারের মতোই এবারও কাঁপাল সেই মায়ানমার।
বুধবার বিকেল ৪:০৮ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা-সহ সমগ্র পূর্ব ও উত্তরপূর্ব ভারত। কলকাতার পাশাপাশি গোটা রাজ্যেই ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিচে নেমে আসেন মানুষজন।
আবহাওয়া দফতর জানাচ্ছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল মধ্য মায়ানমারের সেইখফু অঞ্চল। তবে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার এই ভূমিকম্পের ফলে ভারতে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।