রাজ্যে ফের সক্রিয় মৌসুমি অস্থিরতা। আগামী ২১ এপ্রিল পর্যন্ত রোজই রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আগামী ক’দিন গরমে হাঁসফাঁসের সঙ্গে সঙ্গে আচমকা ঝড়বৃষ্টির প্রস্তুতি রাখতেই হবে বঙ্গবাসীকে।
আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে হালকা শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি— এই পাঁচ জেলায় তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে বলে জানানো হয়েছে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে।
কলকাতায় গতকাল, বৃহস্পতিবার রাতের ঝড়বৃষ্টিতে সামান্য তাপমাত্রা হ্রাস পেয়েছে। আজ সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় রোদের দাপটে অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
তবে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন এমনই মিশ্র আবহাওয়া চলবে। জলীয় বাষ্প বৃদ্ধির ফলে দিনের বেলা গরম লাগলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই কিছুটা স্বস্তি মিলবে বৃষ্টিতে।