রাজ্য
পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টি নামাল দক্ষিণবঙ্গেও, আকাশ পরিষ্কার হলেই জাঁকিয়ে শীত

ওয়েবডেস্ক: উত্তর ভারতের পর পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। শুক্রবার দুপুরের পর উত্তরবঙ্গে বৃষ্টি-তুষারপাত হয়েছিল। আর সন্ধ্যার পর বৃষ্টি নামল রাজ্যের পশ্চিমাঞ্চলে।
শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া আর পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বাঁকুড়ায় ৭ মিলিমিটার আর পুরুলিয়ায় পাঁচ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার থেকেই একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলেছিল উত্তর ভারতে। সেটিই ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে। আর তার কারণেই শুক্রবার সন্ধ্যার এই বৃষ্টি। কলকাতায় বৃষ্টি না হলেও পার্শ্ববর্তী হাওড়া জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হয়।
মেঘবৃষ্টির এই জাঁতাকলে আরও বেড়ে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিকে বৃষ্টিস্নাত বাঁকুড়া আর পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ আর ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা বেড়েছে।
আরও পড়ুন বেলাগাম দাম! পেঁয়াজ দিয়ে মালাবদল করলেন বর-কনে
আগামী ৪৮ ঘণ্টায়ও কিন্তু মেঘ কাটবে না। বরং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থেকে যাওয়ায় রবিবার আর সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। বৃষ্টি পেতে পারে কলকাতাও।
কিন্তু মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর তার পরেই উত্তর ভারত থেকে হিমশীতল বাতাস ঢুকে পড়বে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। বড়োসড়ো পতন ঘটবে সর্বনিম্ন তাপমাত্রার।
মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মাঝামাঝি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রি আর পশ্চিমাঞ্চলের তাপমাত্রা দশের নীচে নেমে যেতে পারে।
রাজ্য
Bengal Polls 2021: শুভেন্দু অধিকারীকে সতর্ক করল নির্বাচন কমিশন
মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা। শুভেন্দু অধিকারীকে শুধুই সতর্কীকরণ!

নয়াদিল্লি: বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সতর্ক করে দিল নির্বাচন কমিশন। গত ২৯ মার্চ একটি ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তবে শুভেন্দুর মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ হিসেবে অভিহিত করা হলেও এ যাত্রায় তাঁকে শুধুমাত্র সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে।
গত ২৯ মার্চ নন্দীগ্রামের এক সভায় শুভেন্দু বলেন, “এক দিকে আমাদের বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে রয়েছে আপনাদের পরিবারের ছেলে। এখন বলুন, আপনারা কাকে ভোট দেবেন? বেগমকে নাকি আপনাদের ছেলেকে? বেগমকে ভোট দিল এখানে মিনি পাকিস্তান হবে”।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ৮ এপ্রিল তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। পরের দিন ওই নোটিশের জবাব দেন শুভেন্দু। তাতে সন্তুষ্ট নয় কমিশন। নোটিশে পরামর্শ দেওয়া হয়েছে, শুভেন্দু যেন নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন।
কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, আদর্শ আচরণবিধির প্রথম অংশের ২ এবং ৩ ধারা লঙ্ঘনের জন্য নন্দীগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে গত ৮ এপ্রিল নোটিশ দেওয়া হয়েছিল।
সেই চিঠির জবাবও দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অভিপ্রায় তাঁর নেই। তাঁর কোনো মন্তব্যে কেউ কোনো ভাবে আঘাত পান সেটা তিনি চান না। গণতন্ত্র ও নির্বাচন কমিশনের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর শ্রদ্ধাশীল তিনি। তবে ওই চিঠি পাওয়ার পর কমিশন সন্তুষ্ট নয়। তাঁকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিশন।
আরও পড়তে পারেন: Bengal Polls 2021: শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে এ বার দিলীপ ঘোষকে নোটিশ নির্বাচন কমিশনের
রাজ্য
নজরে বিধানসভা/বরানগর: দেখে নিন ইতিহাস এবং সাম্প্রতিক তথ্য
পঞ্চম দফায় ১৭ এপ্রিল ভোটগ্রহণ বরানগরে।

খবর অনলাইন ডেস্ক: রাজ্যে চলছে আট দফার বিধানসভা ভোট। রাজনৈতিক দলগুলির প্রচার থেকে নির্বাচন কমিশনে এখন চরম ব্যস্ততা। এরই মাঝে দেখে নেওয়া যাক, রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের ইতিহাস এবং বর্তমান পরিস্থিতির অন্যতম কিছু তথ্য।
বিধানসভা কেন্দ্র: বরানগর
উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত ১১৩ বরানগর বিধানসভা কেন্দ্রটি বরানগর পুরসভা এবং কামারহাটি পুরসভার ১৭ থেকে ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।
বরানগর বিধানসভা কেন্দ্রটি ১৬ দমদম লোকসভার অন্তর্গত।
ইতিহাস
১৯৫১ থেকে ১৯৭১ সালের টানা ছ’বারের নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তিনি তিন বার সিপিআই এবং তিন বার সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৭২ সালে এখান থেকে বিধানসভায় যান সিপিআই প্রার্থী শিবপদ ভট্টাচার্য।
১৯৭৭-এর পর থেকে ২০১১ পর্যন্ত এখানকার বিধায়ক ছিলেন আরএসপির মতীশ রায় (১৯৭৭, ১৯৮২, ১৯৮৭, ১৯৯১) এবং অমর চৌধুরী (১৯৯৬, ২০০১, ২০০৬)। ২০১১ এবং ২০১৬ সালে পর পর দু’বার জয়ী হন তৃণমূলের তাপস রায়।
বর্তমান পরিস্থিতি
২০১৬ বিধানসভা নির্বাচনের সংক্ষিপ্ত ফলাফল: তৃণমূল-৭৬৫৩১টি ভোট, আরএসপি- ৬০৪৩১টি ভোট, বিজেপি- ১৪১৭২টি ভোট।
২০১৯ লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল: তৃণমূল-৭০১৭৬টি ভোট, বিজেপি-৫৫৪৮১টি ভোট, সিপিএম-২৩৫৬১টি ভোট, কংগ্রেস-৩৬৭৭টি ভোট।
এ বারের প্রার্থী: তাপস রায় (তৃণমূল), পার্নো মিত্র (বিজেপি), অমলকুমার মুখোপাধ্যায় (কংগ্রেস)।
ভোটগ্রহণ: ১৭ এপ্রিল, ২০২১
ভোটগণনা: ২ মে, ২০২১
অন্যান্য কেন্দ্রগুলির বিস্তৃত বিবরণ পড়ুন এখানে ক্লিক করে: নজরে বিধানসভা
দার্জিলিং
Bengal Polls 2021: এনআরসি নিয়ে বড়ো ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
গোর্খা ভোট টানতেই এমনটা ঘোষণা করতে হল শাহকে।

খবরঅনলাইন ডেস্ক: বাংলার ভোট বড়ো বালাই। আর সে কারণে ঘোষিত নীতি থেকেও পিছিয়ে আসতে হচ্ছে বিজেপিকে। এই যেমন মঙ্গলবার দার্জিলিং সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিলেন এখনই দেশে এনআরসি করার কোনো পরিকল্পনা নেই।
নাগরিকপঞ্জি বা এনআরসি (NRC) নিয়ে গোর্খাদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে, তা দূর করতে তাঁদের যথাসম্ভব আশ্বস্ত করলেন শাহ। এ দিন তিনি জানান, “এখনই এনআরসির কোনো পরিকল্পনা নেই। আর যদি ভবিষ্যতে এনআরসি হয়ও, তাতেও গোর্খাদের চিন্তার কোনো কারণ নেই।”
উল্লেখ্য, নাগরিকপঞ্জি বিজেপির বহুদিনের ঘোষিত কর্মসূচি। বিজেপি সরকার ইতিমধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়ে দিয়েছে। যা কিনা এনআরসির আগের ধাপ হিসেবেই মনে করছেন অনেকে। এমনকি অসমেও তাঁরা সংশোধিত এনআরসি করার প্রতিশ্রুতি দিয়ে ভোট করিয়েছে।
কিন্তু এ রাজ্যের নির্বাচনে যে এনআরসির প্রতিশ্রুতি বুমেরাং হতে পারে সেটা ভালো মতোই জানেন শাহ। একে তো গোর্খা ইস্যু, তার উপর আগামী কয়েক দফায় বাংলায় যে যে জেলায় নির্বাচন, সেই জেলাগুলিতে সংখ্যালঘুদের আধিক্য। এনআরসির আতঙ্কে এই দুটি ফ্যাক্টরই যেতে পারে বিজেপির বিরুদ্ধে। আর সেটা বুঝেই সম্ভবত আগেভাগে জাতীয় নাগরিকপঞ্জি এখনই না করার সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন শাহ।
তবে শুধু এনআরসি নয়, এ দিনের সভায় পাহাড়ের রাজনৈতিক সমস্যারও স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন শাহ। জানিয়ে দিয়েছেন, রাজ্যে ক্ষমতায় এলে গোর্খা সমস্যার স্থায়ী সমাধান করবে বিজেপি। বিজেপির জন্য পাহাড়ের তিনটি আসন গুরুত্বপূর্ণ। এতদিন পাহাড়ে গোর্খাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, তা এবার বন্ধ করবে বিজেপি। তবে সেই রাজনৈতিক সমাধানটি কী, সে ব্যাপারে কিছু খোলসা করেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
বালিতে প্রচণ্ড শব্দে ভাঙল বাসের কাচ, পাথর না গুলি? চলছে তদন্ত
-
ধর্মকর্ম2 days ago
অন্নপূর্ণাপুজো: উত্তর কলকাতার পালবাড়ি ও বালিগঞ্জের ঘোষবাড়িতে চলছে জোর প্রস্তুতি
-
ভিডিও2 days ago
Bengal Polls 2021: বিধাননগরে মুখোমুখি টক্কর সুজিত বসু-সব্যসাচী দত্তর, ময়দানে জোট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়
-
প্রবন্ধ1 day ago
First Man In Space: ইউরি গাগারিনের মহাকাশ বিজয়ের ৬০ বছর আজ, জেনে নিন কিছু আকর্ষণীয় তথ্য
-
দেশ1 day ago
Kumbh Mela 2021: করোনাবিধিকে শিকেয় তুলে এক লক্ষ মানুষের সমাগম, আজ কুম্ভের প্রথম শাহি স্নান হরিদ্বারে