Home খবর রাজ্য দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

0
কলকাতায় বৃষ্টি। ফাইল ছবি

কলকাতা: তীব্র তাপপ্রবাহ আর গরমের দাপট থেকে আপাতত নিস্তার মিলেছে নিস্তার। শুক্রবার থেকেই ভোলবদল হয়েছে আবহাওয়ার। যা শনিবার কার্যত স্পষ্ট অনুভব করা যাচ্ছে। এ বার ঝড়-বৃষ্টি!

শনিবার আলিপুরের আবহাওয়া দফতরের পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের ৮ জেলা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ— এই আট জেলাতেই শনিবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এ দিনই বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্প বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এর পর, রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।

ও দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। পাহাড় ও সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির পরিমাণ কমবে। রবিবারে উত্তরের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কেরিয়ারের শেষ পর্ব এটাই! অবসরের জল্পনা উসকে দিলেন এমএস ধোনি

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version