দক্ষিণবঙ্গে শীতের প্রকৃতি পাল্টাচ্ছে। আজ শুক্রবার রাত থেকে কাল ভোরের মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি শেষে কাল থেকে ফের উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। এর ফলে দক্ষিণবঙ্গে আবারও ঠান্ডা বাড়বে, জানিয়েছে হাওয়া দফতর।
পরের দু’দিন কনকনে ঠান্ডা অনুভূত হতে পারে। তবে শীতের এই বাড়তি তীব্রতা বেশিদিন স্থায়ী হবে না। আগামী ২৬ জানুয়ারি থেকে ফের ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে।
শীতের মাঝে উষ্ণতার নজির
গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে শীতের মাঝেই তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। শীতের মাঝে এমন উষ্ণতা নতুন নয়।
- ২০০৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কলকাতার তাপমাত্রা টানা তিন দিন ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছিল।
- ২০০৮ সালে ২০ থেকে ২২ জানুয়ারির মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল।
এই ধরনের উষ্ণতা চলতি শীতকালেও মালুম হচ্ছে। তবে শীত যে এখনও শেষ হয়নি, তা স্পষ্ট।