শ্রয়ণ সেন
শুক্রবার বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার হাত ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। অন্যদিকে লাগাতার বৃষ্টির পর উত্তরবঙ্গে এখনও গরম বাড়তে চলেছে।
গত কয়েক বছরের মতো এ বারও মরশুমের শুরু থেকে দক্ষিণবঙ্গে ঝিমিয়ে রয়েছে বর্ষা। অন্যদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে একেবারে নাছোড়বান্দা ঢঙে। সে বৃষ্টির দাপট এতটাই যে সেখানকার সাধারণ মানুষ রীতিমতো বিরক্ত। টানা বৃষ্টির পর উত্তরবঙ্গে নদীগুলিতে জলস্ফীতি দেখা দেয়। তবে বৃষ্টির দাপট এখন কমে আসায় সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।
অন্যদিকে জুনের শেষ দিক থেকে দক্ষিণবঙ্গে বর্ষা কিছুটা সক্রিয় হলেও এখনও সে ভাবে ভারী বৃষ্টি দেখেনি এই অঞ্চল। কলকাতায় বৃষ্টির ঘাটতি এখন ৩৪ শতাংশ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘাটতি ৩০ থেকে ৫০ শতাংশে রয়েছে। বৃষ্টি কম হওয়ার ফলে চাষাবাদের কাজে সমস্যা তৈরি হয়েছে। তবে মনে করা হচ্ছে যে পরিস্থিতি কিছুটা হলেও বদলাবে এবার।
শুক্রবার নতুন যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হবে, তার গতিপথ কিছুটা দক্ষিণবঙ্গের পক্ষে অনুকূল থাকবে। এর ফলে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এই নিম্নচাপটির পর আরও একটা নিম্নচাপ তৈরি হবে, যার ফলে বৃষ্টির ধারা বজায় থাকবে দক্ষিণবঙ্গে।
অন্যদিকে বৃষ্টির দাপট কমে যাওয়ায় উত্তরবঙ্গে গরমের দাপট বাড়বে। ইতিমধ্যেই শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহারে দিনের বেলার পারদ ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে। আগামী দিনে এটা বাড়তে পারে। কোথাও কোথাও পারদ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়ে ফেলতে পারে।