rain wb

ওয়েবডেস্ক: গত এক সপ্তাহ ধরে টি২০-এর মেজাজে ব্যাটিং করে দক্ষিণবঙ্গে অনেকটাই ঘাটতি কমিয়েছে বর্ষা এক্সপ্রেস। তবে এবার বর্ষার গতি একটু শ্লথ হওয়ার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টির পরিমাণ, বাড়তে পারে তাপমাত্রা।

গত এক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। এর ফলে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি বৃষ্টি এখন বাড়তি উত্তর ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে বর্ধমান এবং বাঁকুড়ায় বর্ষা একদমই স্বাভাবিক। পিছিয়ে থাকা হাওড়া, হুগলী এবং পশ্চিম মেদিনীপুরেও ঘাটতি মিটিয়ে নেওয়া এখনও আর অসম্ভব কিছু নয়। অন্যদিকে পরিস্থিতি অনেকটাই ভালো হওয়া শুরু হয়েছে মুর্শিদাবাদ এবং মালদাতেও।

আরও পড়ুন দিল্লিতে বন্যার ভ্রূকুটি, যমুনা ব্রিজ বন্ধ হওয়ায় বাতিল বেশ কিছু ট্রেন

তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এবার কিছুটা কমবে বৃষ্টির দাপট। একই মত বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমারও। উত্তরপ্রদেশে নিম্নচাপ তৈরি হওয়ায় বৃষ্টি কমবে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা। তিনি বলেন, “উত্তরপ্রদেশের নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প তার দিকে নিয়ে যাবে। ফলে দক্ষিণবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টি। মনসুন ব্রেকের পরিস্থিতি তৈরি হবে।”

তবে উত্তরবঙ্গে আগামী ৭২ ঘণ্টায় জোরদার বৃষ্টি হলেও তারপর থেকে বৃষ্টির দাপট আবার কমবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here