কলকাতা: রাজধানী এক্সপ্রেসে যাত্রার সময় কমছে। কলকাতা থেকে দিল্লি এ বার আরও তাড়াতাড়ি পৌঁছোতে পারবেন। পুশ-পুল পদ্ধতিতে এই ব্যবস্থা করতে চলেছে রেল।
বর্তমানে হাওড়া থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসটি সময় নেয় ১৭ ঘণ্টা ১০ মিনিট। কিছুটা বেশি, অর্থাৎ ১৭ ঘণ্টা ৪৫ মিনিট সময় নেয় শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী। কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে নতুন ব্যবস্থায় অন্তত দেড় ঘণ্টা কমতে পারে রাজধানীর যাত্রা সময়।
পুশ-পুল পদ্ধতি
এই পদ্ধতি অনুযায়ী শুধু সামনেই নয়, গতি বাড়ানোর জন্য রেকের পেছনেও থাকবে একটি ইঞ্জিন। সামনের ইঞ্জিনটি রেকটিকে টানবে, অর্থাৎ পুল করবে এবং পেছনের ইঞ্জিনটি রেকটিকে ঠেলবে, অর্থাৎ পুশ করবে।
আরও পড়ুন কোল্ড ব্লাস্টের জেরে যুক্তরাষ্ট্রে তাপমাত্রা মাইনাস ৬৫, প্রভাব পড়ছে ভারতেও
মুম্বই-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে এই পদ্ধতি পরীক্ষামূলক ভাবে ব্যবহার করে সাফল্য এসেছে। এ বার সেটা হাওড়া-শিয়ালদহের রুটেও চালাতে চায় রেল।
শুধু রাজধানীই নয়, শতাব্দী এক্সপ্রেসেও এই ব্যবস্থা চালু করতে চাইছে রেল।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।