ডোমজুড়: স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন ব্লক সভাপতির মৃত্যুর পর রবিবার তাঁর বাড়িতে গেলে রাজীবকে কালো পতাকা দেখান স্থানীয়দের একাংশ।
এ দিনের ঘটনার পর এলাকার মানুষের একাংশের দাবি, “গত বিধানসভা ভোটের আগে উনি যে ভাবে দলের সঙ্গে গদ্দারি করেছেন, তাতে এখানকার মানুষ ওঁকে চান না। তাই গাড়ি থেকে নামতেই সাধারণ মানুষ নিজেদের ঘর থেকে বেরিয়ে এসে বিক্ষোভ দেখিয়েছেন। গদ্দার, মীরজাফর বলে ওঁকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ডোমজুড়, সলপে যত বার উনি আসবেন, আমরা এ ভাবেই বিক্ষোভ দেখাব। উনি যখন হেরে গিয়েছেন, তখন ওঁকে আর কোনো প্রয়োজন নেই আমাদের”।
স্থানীয় এক ব্যক্তি বলেন, “উনি পুরোপুরি গদ্দার, মীরজাফর। তোলাবাজি করে গিয়েছেন। এলাকায় এলাকায় তোলাবাজি করেছেন”।
অন্য দিকে তৃণমূলের প্রতিক্রিয়া, “দলের তরফে এ ধরনের কোনো কর্মসূচি নেই। এলাকার মানুষ যদি করে থাকেন, সেটা আলাদা। তবে উনি বিধানসভা ভোটের সময় যা করেছিলেন, তাতে অত্যাচারিত গ্রামবাসীরা সম্ভবত এটা করেছেন। উনি তৃণমূলে আছেন বর্তমানে, কিন্তু তৃণমূল তো এটা করেনি”।
উল্লেখ্য, শুক্রবার রাতে হাওড়ার সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুই বারের প্রাক্তন প্রধান সুধীরচন্দ্র ঘোষ প্রয়াত হন। ডোমজুড়ের তৃণমূল সভাপতিও ছিলেন তিনি। এ দিন তাঁর পরিবারকে সমবেদনা জানাতে রওনা দেন রাজীব। কিন্তু উত্তেজনা এড়াতে প্রয়াত নেতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ না করেই সেখান থেকে ফিরতে হয় তাঁকে। গাড়ি থেকে নামতেই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ‘গদ্দার, মীরজাফর দূর হঠো’ স্লোগান ওঠে। এ ব্যাপারে অবশ্য রাজীবের কোনো প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়তে পারেন:
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মামলায় নয়া মোড়! বিজেপি-র আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট
তুঙ্গে অখিলেশ যাদব বনাম বিজেপি সংঘাত, একাধিক সমাজবাদী পার্টি নেতার বাড়িতে আয়কর হানা
নিজস্ব ডিজিট্যাল মুদ্রার প্রচলনে ক্রমশ এগোচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক, আলোচনা কেন্দ্রীয় বোর্ডের সভায়
কমল নতুন করে আক্রান্ত, আরও নামল সক্রিয় রোগী
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।