ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে রাজীব কুমারের জমা দেওয়া হলফনামার জবাব দিতে সময় চাইল সিবিআই। সেই আবেদন মেনে নিয়ে সিবিআইকে আরও সাত দিন সময় মঞ্জুর করল শীর্ষ আদালত। ফলে আরও সাত দিনের জন্য পিছিয়ে গেল রাজীব মামলার শুনানি। ২২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, সিবিআইয়ের গ্রেফতারির দাবি বিরুদ্ধে শনিবার আত্মপক্ষ সমর্থন করে সুপ্রিম কোর্ট হলফনামা জমা দেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সেই হলফনামায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাজকর্ম নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন বলে খবর। বলা হয়েছে তাঁর বিরুদ্ধে তৎপরতার পেছনে সিবিআইয়ের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয় হলফনামায়।
আরও পড়ুন ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তাবাহিনী সংঘর্ষ, ১ জওয়ান-সহ নিহত চার
উল্লেখ্য, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার ব্যাপারে কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। তার ভিত্তিতেই শীর্ষ আদালত রাজীববাবুর কাছে ব্যাখ্যা চেয়ে প্রশ্ন করে কেন তাঁকে গ্রেফতার করা হবে না। হলফনামায় রাজীব কুমার তারই জবাব দিয়েছেন বলে খবর।
এ ছাড়াও রাজীব কুমারকে শিলংয়ে জেরা করার ফুটেজ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী ইন্দিরা জয়সিংহ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।