বুধবার বিকেলে কলকাতা ফিরছেন রাজীব কুমার

সকালেই সিবিআই দফতরে পৌঁছে গেলেও, অন্যদিনের মতো বেশিক্ষণ কাটাতে হয়নি রাজীববাবুকে।

0
rajiv kumar cbi

কলকাতা: অবশেষে কলকাতা ফেরার অনুমতি পেলেন পুলিশ কমিশনার রাজীব কুমার। বুধবারই বিকেলের বিমানে শহরে ফিরছেন তিনি।

গত চার দিন ধরে প্রায় ৩৫ ঘণ্টা প্রশ্নোত্তর পর্ব চলেছে রাজীব কুমার এবং সিবিআই আধিকারিকদের মধ্যে। আরও প্রশ্নের উত্তরের জন্য বুধবারও তাঁকে সিবিআই দফতরে ডাকা হয়।

সেইমতো এ দিন সকালেই সিবিআই দফতরে পৌঁছে গেলেও, অন্য দিনের মতো বেশিক্ষণ কাটাতে হয়নি রাজীববাবুকে।

আরও পড়ুন ফের আগুন কুম্ভমেলার তাঁবুতে, অল্পের জন্য রক্ষা বিহারের রাজ্যপালের

শীর্ষ আদালতে তাঁকে হলফনামা পেশ করতে হবে এবং সেই জন্য তাঁর কিছুটা সময় প্রয়োজন। সেই কারণেই কলকাতা ফেরার জন্য মঙ্গলবারই সিবিআইয়ের কাছে লিখিত আর্জি জানিয়েছিলেন রাজীববাবু।

সূত্রের খবর, তাঁর আবেদন মেনে নিয়েছে সিবিআই। তবে সেই সঙ্গে এ-ও জানিয়ে দিয়েছে যে বয়ান রেকর্ড করার জন্য প্রয়োজনে ২০ ফেব্রুয়ারির পর ফের তাঁকে ডাকা হতে পারে শিলঙে।

বিজ্ঞাপন