Homeখবররাজ্যতথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে রাজীব কুমারকে অব্যাহতি, দায়িত্বে অনুপকুমার আগরওয়াল

তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে রাজীব কুমারকে অব্যাহতি, দায়িত্বে অনুপকুমার আগরওয়াল

প্রকাশিত

তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে সরানো হল আইপিএস অফিসার রাজীব কুমারকে। রাজ্যপালের অনুমতি নিয়ে ওই দফতরের দায়িত্ব দেওয়া হল আইএএস অফিসার অনুপকুমার আগরওয়ালকে। আপাতত রাজীব থাকবেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে।

২০১৯ সালের ডিসেম্বরে রাজ্যের এডিজি (সিআইডি) পদে থাকা অবস্থায় রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব করা হয়েছিল। প্রশাসনিক মহলে ওই পদটি সাধারণত আইএএসদের ‘ক্যাডার পোস্ট’ হিসেবে বিবেচিত। সেই ব্যতিক্রমই ঘটেছিল রাজীবকে দিয়ে। তবে এবার সেই পদ আবার আইএএস অফিসারের হাতেই ফিরল।

প্রসঙ্গত, রাজীব কুমার পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার। ২০২৩ সালের ডিসেম্বরে তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয়েছিল। তবে লোকসভা নির্বাচনের আগে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ভোটপর্ব শেষে ফের তাঁকে একই দায়িত্বে ফেরায় নবান্ন।

নতুন অতিরিক্ত সচিব অনুপকুমার আগরওয়াল অভিজ্ঞ প্রশাসক হিসেবেই পরিচিত। তাঁর কাঁধে এখন প্রযুক্তিনির্ভর নীতিনির্ধারণ ও বাস্তবায়নের গুরুদায়িত্ব।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

রাজ্যে স্মার্ট মিটার বসানো পুরোপুরি বন্ধ, বিধানসভায় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

রাজ্যে গৃহস্থের পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও স্মার্ট মিটার বসানো বন্ধ। বিধানসভায় এ কথা স্পষ্ট করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিরোধিতা কেন্দ্রের চাপের অভিযোগ ঘিরে।

ভোটের মুখে বাংলায় দু’টি ‘স্লিপার’ বন্দে ভারত, দিল্লি-হাওড়া ও দিল্লি-শিয়ালদহ রুটে চালুর সম্ভাবনা

আগামী বছর বিধানসভা ভোটের আগে বাংলায় আসছে বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন। দিল্লি-হাওড়া ও দিল্লি-শিয়ালদহ রুটে চালু হবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস।

বৃষ্টির মধ্যেই বাড়বে গরম, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা

শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, থাকবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে, চলবে নিয়মিত বৃষ্টি। তবে গরমও বাড়বে বলে জানাল হাওয়া অফিস।শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, থাকবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে, চলবে নিয়মিত বৃষ্টি। তবে গরমও বাড়বে বলে জানাল হাওয়া অফিস।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে