তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে সরানো হল আইপিএস অফিসার রাজীব কুমারকে। রাজ্যপালের অনুমতি নিয়ে ওই দফতরের দায়িত্ব দেওয়া হল আইএএস অফিসার অনুপকুমার আগরওয়ালকে। আপাতত রাজীব থাকবেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে।
২০১৯ সালের ডিসেম্বরে রাজ্যের এডিজি (সিআইডি) পদে থাকা অবস্থায় রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব করা হয়েছিল। প্রশাসনিক মহলে ওই পদটি সাধারণত আইএএসদের ‘ক্যাডার পোস্ট’ হিসেবে বিবেচিত। সেই ব্যতিক্রমই ঘটেছিল রাজীবকে দিয়ে। তবে এবার সেই পদ আবার আইএএস অফিসারের হাতেই ফিরল।
প্রসঙ্গত, রাজীব কুমার পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার। ২০২৩ সালের ডিসেম্বরে তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয়েছিল। তবে লোকসভা নির্বাচনের আগে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ভোটপর্ব শেষে ফের তাঁকে একই দায়িত্বে ফেরায় নবান্ন।
নতুন অতিরিক্ত সচিব অনুপকুমার আগরওয়াল অভিজ্ঞ প্রশাসক হিসেবেই পরিচিত। তাঁর কাঁধে এখন প্রযুক্তিনির্ভর নীতিনির্ধারণ ও বাস্তবায়নের গুরুদায়িত্ব।